জামায়াতের সমাবেশে যাচ্ছে না বিএনপি

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুলাই ১৯, ২০২৫, ০৩:৫৬ পিএম
জামায়াতের সমাবেশে যাচ্ছে না বিএনপি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে যাচ্ছে না বিএনপি। আমন্ত্রণ জানানো হলেও জামায়াতের সমাবেশে বিএনপির কোনো নেতা অংশ নিচ্ছেন না বলে জানা গেছে। 

শনিবার (১৯ জুলাই) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

আগে জোটবদ্ধ হয়ে কাজ করলেও গণঅভ্যুত্থানে স্বৈরাচার সরকারের পতনের পর বিএনপি-জামায়াতের মধ্যে দূরত্ব তৈরি হয়। জাতীয় নির্বাচন, সংস্কার ও সবশেষ মিটফোর্ড হত্যাকাণ্ডের ঘটনা ঘিরে এই দূরত্ব বেড়েছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। 

এর আগে, ৭ দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুপুর দুইটায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে জামায়াতের সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। 

দাবিগুলো হলো—
১. সব গণহত্যার বিচার
২. প্রয়োজনীয় মৌলিক সংস্কার
৩. জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন
৪. জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন
৫. সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন
৬. প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা
৭. নির্বাচনের আগে সমতাভিত্তিক রাজনৈতিক পরিবেশ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করা।

বিআরইউ