সরকার ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র দিয়েছে অন্তর্বর্তী সরকার; কিন্তু এতে দেশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় অনুপস্থিত রয়ে গেছে বলে মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।
তিনি বলেন, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরের গণহত্যা, জুডিসিয়াল কিলিং, ভ্যাটবিরোধী আন্দোলন, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন ও নিরাপদ সড়ক আন্দোলন, আবরার ফাহাদের হত্যার বিরুদ্ধে আগ্রাসনবিরোধী আন্দোলন ও মোদিবিরোধী আন্দোলনের কথা এতে উল্লেখ থাকলে ঘোষণাপত্র পরিপূর্ণ হতে পারত।
বুধবার জুলাই ঘোষণাপত্র নিয়ে এনসিপির প্রতিক্রিয়া জানাতে গিয়ে এসব কথা বলেন তিনি।
আখতার হোসেন বলেন, আমরা মনে করি, গত ১৬ বছর ধরে বাংলাদেশের মানুষ আরও অসংখ্য আন্দোলন সংগ্রাম করেছে। কিন্তু ইতিহাসের এই পরতে আমাদের জাতীয় জীবনে দীর্ঘমেয়াদী ছাপ রেখে গেছে, সেই বিষয়গুলো উল্লেখ করলে জাতির জন্য আরও গর্বের হতে পারতো। একই সঙ্গে ঘোষণাপত্রের মধ্যদিয়ে আমাদের সংগ্রামগুলোর ঐতিহাসিক স্বীকৃতি আরও সুনির্দিষ্টভাবে অর্জন করতে আমরা সক্ষম হতাম।
জেএইচআর