৪ নভোচারীকে নিয়ে ফিরেছে স্পেসএক্স

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: মে ৬, ২০২২, ০৪:৪০ পিএম
৪ নভোচারীকে নিয়ে ফিরেছে স্পেসএক্স

স্পেসএক্স শুক্রবার (৬ মে) মেক্সিকো উপসাগরে চার নভোচারীকে নিয়ে ফেরত এসেছে।

ক্যাপসুলে থাকা তিন মার্কিন মহাকাশচারী এবং একজন জার্মান নাগরিক আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ছেড়ে যাওয়ার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে টাম্পার কাছে ফ্লোরিডা উপকূল পাড়ি দিয়েছে।

নাসার রাজা চারি, টম মার্শবার্ন এবং কায়লা ব্যারন এবং ইউরোপিয়ান স্পেস এজেন্সির ম্যাথিয়াস মাউরকে স্টেশনে থাকা সাত মহাকাশচারী উষ্ণ অর্ভ্যথনা জানান।

ম্যাথিয়াস মাউর বলেন, ‘এটি একটি ছয় মাসের মিশনের সমাপ্তি, কিন্তু আমি মনে করি মহাকাশ স্বপ্ন বেঁচে আছে।’

স্পেসএক্স গত সপ্তাহে একটি চার্টার ট্রিপ শেষ করেছে।

মাস্কের কোম্পানি দুই বছরেরও কম সময়ে ২৬ জনকে মহাকাশে পাঠিয়েছে। এর মধ্যে আটজন মহাকাশ পর্যটক ছিলেন।

আমারসংবাদ/জেআই