টুইটারের শীর্ষ পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা ইলন মাস্কের

সাহিদুল ইসলাম ভূঁইয়া প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২২, ১০:৪৬ এএম
টুইটারের শীর্ষ পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা ইলন মাস্কের

অন্যতম জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের শীর্ষ পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বৈদ্যুতিক গাড়িনির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান ইলন মাস্ক।

বুধবার (২১ নভেম্বর) নিজের টুইটারে এ কথা জানান মাস্ক।

টুইটারে দেওয়া ওই বার্তায় মাস্ক বলেছেন, সিইও পদে ‘চাকরি নেওয়ার জন্য যথেষ্ট বোকা’ কাউকে পেলেই তিনি টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তার পদ থেকে পদত্যাগ করবেন। টুইটারে তাঁর জায়গায় নতুন লোক খুঁজে পাওয়ার পর তিনি কেবল সফটওয়্যার এবং সার্ভার টিম পরিচালনা করবেন।

টুইটারের পাশাপাশি বৈদ্যুতিক গাড়িনির্মাতা ও প্রযুক্তিপ্রতিষ্ঠান টেসলা ও স্পেসএক্সও পরিচালনা করেন তিনি।

এর আগে টুইটার ব্যবহারকারীদের মতামত নিতে গিয়ে বিপাকেই পড়েন ইলন মাস্ক। গত সোমবার ব্যবহারকারীরা ভোটের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, তাঁরা ইলন মাস্ককে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী (সিইও) পদে চান না। 

এআই