দেশে নতুন ই-কমার্স ‌‌‘স্কাইমার্ট’

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মার্চ ৩০, ২০২৪, ০৬:০৩ পিএম
দেশে নতুন ই-কমার্স ‌‌‘স্কাইমার্ট’

প্রযুক্তি পণ্যের বিশাল সমাহার নিয়ে যাত্রা শুরু করলো বাংলাদেশি ই-কমার্স প্ল্যাটফর্ম ‘স্কাইমার্ট’।

মঙ্গলবার স্বাধীনতা দিবসে ই-কমার্স প্ল্যাটফর্মটির ওয়েবসাইট স্কাইমার্টবিডি ডটকম (www.skymartbd.com) সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

এখন থেকে দেশের যেকোনো প্রান্তে বসে সহজেই ‘স্কাইমার্ট’ থেকে পছন্দের প্রযুক্তিপণ্য কেনা যাবে। ইতোমধ্যে প্ল্যাটফর্মটিতে বিভিন্ন ক্যাটাগরির শতাধিক পণ্য যুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে স্মার্টওয়াচ, পাওয়ার ব্যাংক, ব্লুটুথ স্পিকার, মাইক্রোফোন, ট্রায়পড, বিভিন্ন ধরনের ইলেকট্রনিকস পণ্য এবং স্টুডিও ইক্যুইপমেন্টসহ আরো অনেক কিছু। সাংবাদিক, ইউটিউবার/ভ্লগারদের জন্য থাকছে বিশেষ কিছু কম্বো প্যাকেজ। উদ্বোধন উপলক্ষে থাকছে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ছাড়। অগ্রিম কোনো পেমেন্ট ছাড়াই সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পণ্য পৌঁছে দিচ্ছে স্কাইমার্ট।

এ বিষয়ে স্কাইমার্টের প্রতিষ্ঠাতা সজীব খান বলেন, বিতর্কিত কয়েকটি ই-কমার্স প্ল্যাটফর্মের কারণে দেশের মানুষ যখন অনলাইনে কেনাকাটায় আস্থাহীনতায় ভুগছে ঠিক তখনই আমরা স্কাইমার্ট নিয়ে এলাম। এই মুহূর্তে ইকমার্স ব্যবসা দাঁড় করানো অনেক চ্যালেঞ্জিং। তবে আমরা সেই চ্যালেঞ্জটা নিতে চাই। আমরা মনে করি, যদি ন্যায্যমূল্যে সঠিক এবং মানসম্পন্ন পণ্য দ্রুতসময়ে গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া যায়। তাহলে ই-কমার্সের প্রতি আবারও মানুষের আস্থা ফিরে আসবে। সেই কাজটিই আমরা করতে চাই। আমরা আমাদের ক্রেতাদের সঠিক এবং মানসম্পন্ন পণ্য প্রদানের নিশ্চয়তা দিচ্ছি।

ইএইচ