আইপিএল নিয়ে নতুন সিদ্ধান্ত

স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুন ১৫, ২০২২, ০৩:১০ পিএম
আইপিএল নিয়ে নতুন সিদ্ধান্ত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বিষয়ে নতুন সিদ্ধান্ত নেয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, দেড় মাসের আইপিএলের পরিবর্তে টুর্নামেন্টের মেয়াদ হতে চলেছে আড়াই মাসের। সেটা হবে আইসিসির পরের ক্রিকেট ক্যালেন্ডার থেকে। 

গতকাল আইপিএলের মিডিয়া স্বত্ত্ব বিক্রির পর এক সংবাদ সংস্থাকে দেয়া সাক্ষাৎকারে বোর্ড সচিব জয় শাহ এই তথ্যটি নিশ্চিত করেছেন। 

গতকাল পাঁচ বছরের জন্য আইপিএলের সম্প্রচার স্বত্ব নিয়ে রীতিমত টাকার বৃষ্টি হয়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগের সম্প্রচার স্বত্বের রেকর্ডকে হার মানিয়ে রেকর্ডমূল্যে বিক্রি হয়েছে আইপিএলের সম্প্রচার স্বত্ব। এমন সংবাদের মাঝে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে আগামী দিনের আসরগুলো আড়াই মাস ব্যাপী হতে যাচ্ছে। 

 জয় শাহ সাক্ষাৎকারে আরো বলেন, অফিশিয়ালি পরের আইসিসির এফটিপি ক্যালেন্ডারে আইপিএল আড়াই মাস থাকবে। বিসিসিআইয়ের তরফ থেকে ইতিমধ্যেই এই ব্যাপারটি নিয়ে আইসিসি ও বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ফলে বিদেশি ক্রিকেটারদের পাওয়া নিয়ে আর কোন সংশয় থাকবে না বলে মনে করেন তিনি।

আমারসংবাদ/এআই