ওয়েস্ট ইন্ডিজ দেখাচ্ছে আমাদের কী করা উচিত: ডমিঙ্গো  

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: জুন ২৬, ২০২২, ০৪:১১ পিএম
ওয়েস্ট ইন্ডিজ দেখাচ্ছে আমাদের কী করা উচিত: ডমিঙ্গো  

রাসেল ডমিঙ্গো বলেছেন, ‘ব্যাটিং ও বোলিং (বাংলাদেশ) নিয়ে কঠিন প্রশ্ন তোলার আছে। কারণ এটা ২৩০-এর উইকেট না। ওয়েস্ট ইন্ডিজ আমাদের দেখিয়ে দিচ্ছে কেন ওরা এই সংস্করণে আমাদের চেয়ে ভালো দল। ওদের একজন ১০০ রানে অপরাজিত আছে। ওদের সামনে বড় রান করার সুযোগ আছে। কারণ ওরা জুটি গড়তে সক্ষম হয়েছে, লম্বা সময় ব্যাটিং করেছে। ওরাই দেখাচ্ছে আমাদের কী করা উচিত।’

দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এমন কথা বলেন তিনি।

এক প্রশ্নের জবাবে ডমিঙ্গো বলেন, সে ইতিবাচক ব্যাটিং করেছে। কাভারে অনেক রান করেছে সে। নিজের ব্যাটিং পরিকল্পনা অনুযায়ী যতক্ষণ পেরেছে খেলেছে। ওরা (উইন্ডিজ) আমাদের বিপক্ষে ৩৯৪ রান তাড়া করেছিল চট্টগ্রামে। মায়ার্স ২১০* রান করেছিল সেদিন। আমরা এ ধরনের ইনিংস পাচ্ছি না। ছেলেদের জন্য এটা অনেক বড় শিক্ষা। টেস্ট ম্যাচ ক্রিকেট কঠিন। যখন আপনি যতটা দীর্ঘ সময় ব্যাট করা উচিত, ততটা করছেন না, তখন ভালো দল আপনাকে শাস্তি দেবে। এখন ওরা আমাদের শাস্তিই দিচ্ছে।’