কাতার বিশ্বকাপ সূচিতে আসছে পরিবর্তন

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: আগস্ট ১০, ২০২২, ০৬:০২ পিএম
কাতার বিশ্বকাপ সূচিতে আসছে পরিবর্তন

কাতার বিশ্বকাপের আর ১০০ দিনের মতো বাকি আছে। নিয়ম ভেঙে এবারই প্রথম বিশ্বকাপ হচ্ছে জুন-জুলাই মাসের বাইরে। এবার ইউরোপীয় সংবাদ মাধ্যমে গুঞ্জন, বিশ্বকাপের সূচিই বদলে দিতে যাচ্ছে ফিফা।

আগামী নভেম্বরে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে পর্দা উঠছে ‍‍`দ্য গ্রেটেস্ট শো অন দ্য আর্থ‍‍` বিশ্বকাপ ফুটবলের। চূড়ান্ত হয়ে গেছে ফুটবল মহাযুদ্ধে নামার অপেক্ষায় থাকা ৩২ দল এবং ম্যাচের সময়সূচিও। 

তবে এরই মধ্যে নতুন খবর দিল আর্জেন্টিনার জনপ্রিয় ফুটবল বিষয়ক সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টস।

তাদের এক প্রতিবেদনে বলা হচ্ছে, কাতার বিশ্বকাপ নির্ধারিত সময়ের চেয়ে একদিন এগিয়ে আসতে পারে। আর সেটি হলে চূড়ান্ত সূচিতেও কিছুটা রদবদল হবে। যদিও ফিফার তরফে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনো পাওয়া যায়নি।

টিওয়াইসি স্পোর্টসের দাবি, বর্তমান সূচি অনুযায়ী আগামী ২১ নভেম্বর আসরের উদ্বোধনী ম্যাচ মাঠে গড়ানোর কথা থাকলেও একদিন এগিয়ে ২০ নভেম্বর সেটি শুরু হতে পারে। বিশ্ব ফুটবলের নীতিনির্ধারকরা নতুন সূচি নিয়ে কাজ করছে বলেও জানিয়েছে সংবাদ মাধ্যমটি।

জানা যাচ্ছে, আয়োজক দেশ কাতার এবং গ্রুপ-‘এ’তে তাদের প্রতিদ্বন্দ্বী ইকুয়েডর ২০ নভেম্বর আল খোর স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ সময়ে সন্ধ্যা ৬টায় একে অপরের মোকাবিলা করবে। এখনকার সূচি অনুযায়ী দল দুটির মুখোমুখি হওয়ার কথা ছিল ২১ নভেম্বর টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে।

কেন এগিয়ে আনা হচ্ছে কাতারের ম্যাচের সূচি বর্তমান সূচিতে কাতারের সেই ম্যাচের আগে আছে আরও দুটো ম্যাচ। প্রথম ম্যাচে খেলার কথা নেদারল্যান্ডস আর সেনেগালের, এরপর ইংল্যান্ড মুখোমুখি হবে ইরানের। এরপরই খেলার কথা কাতারের।

কাতার ম্যাচের দিনক্ষণ পরিবর্তন হয়ে গেলে বদলে যাবে নেদারল্যান্ড এবং সেনেগালের মধ্যকার ম্যাচও। সেটি ২১ নভেম্বর বাংলাদেশ সময় অনুযায়ী বিকেলে শুরু হতে পারে।

২০০৬ জার্মানি বিশ্বকাপ থেকে আয়োজক দেশের উদ্বোধনী ম্যাচ খেলার প্রচলন শুরু হয়েছিল। এরপর ২০১০ দক্ষিণ আফ্রিকা, ২০১৪ ব্রাজিল এবং ২০১৮ সালে রাশিয়া আয়োজক হিসেবে উদ্বোধনী ম্যাচ খেলেছিল। সেই ধারাবাহিকতায় এবার কাতারও উদ্বোধনী ম্যাচ খেলবে।

তবে সবকিছুই নির্ভর করছে ফিফার ওপর। তাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসলেই কেবল বিষয়টি নিশ্চিত হবে।  

আর্জেন্টাইন সংবাদ মাধ্যম দিয়ারিও ওলে জানাচ্ছে, এই পরিবর্তন অনুমোদন পেতে ফিফা কাউন্সিল ব্যুরোর ভোটে সংখ্যাগরিষ্ঠতা পেতে হবে।


আমারসংবাদ/টিএইচ