বাংলাদেশে যেভাবে দেখবেন বিশ্বকাপের খেলা

সাহিদুল ইসলাম ভূঁইয়া প্রকাশিত: নভেম্বর ২০, ২০২২, ০৮:৪৮ পিএম
বাংলাদেশে যেভাবে দেখবেন বিশ্বকাপের খেলা

গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত বিশ্বকাপ ফুটবল মাঠে গড়াচ্ছে। চার বছর পর ফের ফুটবল উন্মাদনায় মেতেছে বিশ্ব। বাংলাদেশ ফুটবল দল কখনো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন না করলেও ফুটবল বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের মানুষের আগ্রহ বাকিদের চেয়ে বেশিই। শহর থেকে গ্রাম সর্বত্রই টিভি কিংবা বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে। শুধু তাই নয়, অ্যাপেও দেখা যাবে বিশ্বকাপের খেলা।
বাংলাদেশে যেভাবে দেখবেন বিশ্বকাপের খেলা

বাংলাদেশ থেকেও টিভি পর্দায় সরাসরি উপভোগ করা যাবে কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান থেকে শুরু করে সব ম্যাচই। দেশের তিনটি টিভি চ্যানেল দেখাবে বিশ্বকাপের ২২তম আসরের খেলাগুলো। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত চ্যানলে বিটিভি ছাড়াও আছে ব্যক্তিমালিকানাধীন দুটি চ্যানেল।

বাংলাদেশ টেলিভিশনে বিশ্বকাপের খেলা উপভোগ করতে পারবেন সারা দেশের মানুষ। এছাড়া বেসরকারি স্যাটেলাইট চ্যানেল গাজী টিভিতে দেখা যাবে কাতার বিশ্বকাপের সব ম্যাচ। বেসরকারি মালিকানাধীন দেশের একমাত্র ক্রীড়াবিষয়ক চ্যানেল টি স্পোর্টসও সরাসরি সম্প্রচার করবে বিশ্বকাপ। এছাড়াও ফুটবল বিশ্বকাপ নিয়ে নানারকমের আরও আয়োজন রয়েছে চ্যানেলগুলোতে। খেলার ফাঁকে রয়েছে বিশ্লেষণমূলক আলচনা অনুষ্ঠানও।

টিভি পর্দা ছাড়াও খেলা দেখা যাবে অ্যাপেও। টফি অ্যাপে সাবস্ক্রিপশন গ্রহণের মাধ্যমে উপভোগ করা যাবে কাতার বিশ্বকাপের খেলা।

ইএফ