অনেক ব্রাজিলিয়ানই ব্রাজিলকে সমর্থন করে না: কাকা

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২২, ০২:৪৪ পিএম
অনেক ব্রাজিলিয়ানই ব্রাজিলকে সমর্থন করে না: কাকা

চলমান কাতার বিশ্বকাপে গ্যালারিতে বসে নেইমারদের খেলা উপভোগ করতে দেখা যায় কিংবদন্তি খেলোয়াড় রোনালদো, রবার্তো কার্লোস, কাকা ও কাফুদের। ২০০২ বিশ্বকাপজয়ী ফুটবলার কাকা জানান, অনেক ব্রাজিলিয়ানই নিজ দেশ ব্রাজিলকে সমর্থন করে না।

ব্রাজিলের সাবেক এই তারকা ফুটবলার দাবি করেন, ব্রাজিলে কিংবদন্তিদের সেভাবে মূল্যায়ন করা হয় না। তিনি বলেন, ‘শুনতে অবাক লাগলেও এটা সত্যি যে, অনেক ব্রাজিলিয়ানই ব্রাজিলকে সমর্থন করে না। কিংবদন্তি রোনালদো পাশ দিয়ে হেঁটে গেলে আপনি রোমাঞ্চিত হবেন, কিন্তু ব্রাজিলে তাকে রাস্তা দিয়ে হেঁটে যাওয়া একজন সাধারণ মানুষ হিসেবেই দেখা হয়।’

কাকা কথা বলেন নেইমারকে নিয়েও। বর্তমানে নেইমার আলোচনায় থাকলেও সেটি নেতিবাচক আলোচনা বলে মনে করেন তিনি। এ প্রসঙ্গে কাকা বলেন , ‘এ মুহূর্তে অনেক ব্রাজিলিয়ানই নেইমারকে নিয়ে কথা বলছে। তবে সেটি নেতিবাচকভাবে।’ সূত্র: গোল ডটকম

এবি