ঘরের মাঠে হোয়াইটওয়াশ

নেতৃত্ব নিয়ে যা বললেন পাক অধিনায়ক বাবর

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২২, ০১:১৩ পিএম
নেতৃত্ব নিয়ে যা বললেন পাক অধিনায়ক বাবর

বেন স্টোকস নেতৃত্ব নেওয়ার পর পাল্টে গেছে ইংল্যান্ড। ব্রেন্ডন ম্যাকমিলান কোচের দায়িত্ব নেওয়ার পর থেকে আক্রমণাত্মক ক্রিকেট খেলছে ইংলিশরা। দলটির আক্রমণাত্মক ক্রিকেটের সঙ্গে পেরে উঠছে না অপরাপর দলগুলো। পাকিস্তান সফরে এসে দুরন্ত ক্রিকেট খেলে সিরিজ জিতে নিয়েছে ইংল্যান্ড। ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে স্বাগতিক পাকিস্তানকে।

এমন ফলাফলের পর স্বাভাবিকভাবেই ভীষণ সমালোচিত হচ্ছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। তবে প্রবল সমালোচনার মুখেও তিনি জানিয়ে দিলেন, নেতৃত্ব ছাড়বেন না।

সিরিজ হারের পর সংবাদ সম্মেলনে অধিনায়কত্ব ছাড়ার বিষয়ে বাবরের ভাবনা জানতে চাওয়া হয়েছিল। উত্তরে বাবর বলেন, ‘অধিনায়কত্ব করাটা আমার কাছে গর্বের বিষয়। আমার দেশের জন্য যেটা ভালো হবে, আমি সেটাই করব। আমার নিজের জন্যেও সেটা করব। আমি যখন চাপের মধ্যে থাকি তখন এটা (অধিনায়কত্ব) বেশি উপভোগ করি। চাপ আমার ব্যাটিংয়ের উপর প্রভাব ফেলতে পারে না। ’

ইংলিশদের বিপক্ষে সিরিজ হারের প্রসঙ্গে বাবর বলেন, ‘এই সিরিজে আমরা মানিয়ে নিতে পারিনি। আমার কাছে পাকিস্তান প্রথমে তারপর সবকিছু। অধিনায়ক হিসেবে আমি বাকি ক্রিকেটারদেরকে রক্ষা করার চেষ্টা করি সব সময়। কোচেরা পরিকল্পনা দেন। মাঠে নেমে সেই পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব আমাদের। দুর্ভাগ্য যে, আমরা প্রথম সারির কয়েকজন পেসারকে এবার পাইনি। নতুনরা আমাদের পরিকল্পনা সঠিকভাবে কাজে লাগাতে পারেনি। ’

টিএইচ