বৃষ্টি শেষে ব্যাটিংয়ে টাইগাররা

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: জুলাই ১৪, ২০২৩, ০৯:৩৭ পিএম
বৃষ্টি শেষে ব্যাটিংয়ে টাইগাররা

বাংলাদেশের আবহাওয়ায় এখন বর্ষাকাল। দিন কয়েক থেকে দেশজুড়ে চলছে টানা বৃষ্টিপাত। তবে বৃষ্টিতে ব্যাঘাত ঘটার শঙ্কা নিয়েও মাঠে গড়িয়েছে বাংলাদেশ-আফগানিস্তান টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। প্রথমে ব্যাট করে মোহাম্মদ নবীর ফিফটিতে ১৫৫ রানের লড়াকু টার্গেট দিয়েছে আফগানরা।

এরপর লক্ষ্য তাড়া করতে নেমে আফগানিস্তানের মতো শুরুতেই ৩ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ দল। কিন্তু ৭.২ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪২ রানে থাকার সময় হানা দেয় বেরসিক বৃষ্টি। তবে কিছুক্ষণ বৃষ্টি হওয়ার পর তা থেমে গেছে। ফলে আবারও ব্যাটিংয়ে নেমেছে টাইগাররা।

শুক্রবার (১৪ জুলাই) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে আফগানিস্তানের দেওয়া ১৫৫ রানের জবাবে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। পাওয়ার প্লেতে মাত্র ৩৭ রানের মধ্যেই রনি তালুকদার ও নাজমুল হোসেন শান্তর উইকেট হারায় টাইগাররা।

দলীয় ৫ রানে আফগান পেসার ফজল হক ফারুকির বলে বোল্ড আউট হন রনি। বিদায়ের আগে ৫ বলে ১ বাউন্ডারিতে মাত্র ৪ রান করেন ডানহাতি এই ব্যাটার। এরপর তিনে নেমে ছন্দে থাকা শান্তও এদিন নিজের ইনিংস বড় করতে পারেননি। মুজিব উর রহমানের বলে বোল্ড হয়ে ব্যক্তিগত ১৪ রান করেন তিনি।

ধীরগতির ইনিংস খেলে ১৮ রান করে লিটনও প্যাভিলিয়নে ফিরলে চাপে পড়ে বাংলাদেশ। এখন উইকেটে আছেন সাকিব আল হাসান ও তাওহিদ হৃদয়।

এইচআর