শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের টেস্ট দল ঘোষণা

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মার্চ ১৯, ২০২৪, ০১:৩৯ পিএম
শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের টেস্ট দল ঘোষণা
ছবি: সংগৃহিত

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের জন্য সোমবার দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এদিকে দলে প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন নতুন মুখ পেসার নাহিদ রানা।

২০২১ সালের নভেম্বরে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকের পর ২১ বছর বয়সী নাহিদ রানা ১৫ ম্যাচে ৬৩ উইকেট পেয়েছেন। এছাড়া জোরে ও বাউন্স বল করে নির্বাচকদের মুগ্ধ করেছেন নাহিদ রানা। এদিকে ১৫ সদস্যের দলে আগের টেস্ট সিরিজ মিস করা লিটন দাস ফিরেছেন স্কোয়াডে।

২০২৩-২৫ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের অংশ হিসেবে প্রথম টেস্ট আগামী ২২ মার্চ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে।

এরপর ৩০ মার্চ থেকে দ্বিতীয় টেস্ট চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

এদিকে জাতীয় নির্বাচক প্যানেলের সদস্য আব্দুর রাজ্জাক দল নির্বাচন নিয়ে মন্তব্য করতে গিয়ে দলের ভারসাম্য ও মানিয়ে নেওয়ার ক্ষমতার উপর আস্থা ব্যক্ত করেন।

রাজ্জাক বলেন, ‘আমরা মনে করি, প্রথম টেস্টের জন্য যে স্কোয়াড নির্বাচন করা হয়েছে তাতে খুব সুন্দর ভারসাম্য রয়েছে। আমাদের টেস্ট দলটি মোটামুটি স্থির, একমাত্র নবাগত হলো নাহিদ রানা। লিটন দাসের স্কোয়াডে ফেরা ব্যাটিংকে আরও শক্তিশালী করবে এবং আমাদের সব বিভাগেই ব্যাকআপ রয়েছে।’

এআরএস