ইউরোপ সেরা হওয়ার পথে আজই নির্ধারিত হবে আরও একটি ফাইনালিস্ট। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে আজ মুখোমুখি হচ্ছে ইন্টার মিলান ও বার্সেলোনা। প্রথম লেগে বার্সেলোনার মাঠ কাম্প নউয়ে দুই দল ৩-৩ গোলে ড্র করায়, দ্বিতীয় লেগেই ফয়সালা হবে কারা যাচ্ছে ওয়েম্বলিতে।
ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়, সান সিরোর গর্জনে স্বাগতিক ইন্টার মিলান খুঁজবে ১৫ বছরের শিরোপা খরা ঘোচানোর পথ। শেষবার তারা ইউরোপ সেরার মুকুট জিতেছিল ২০১০ সালে, হোসে মরিনিওর কোচিংয়ে। সেই মৌসুমে সেমিফাইনালেই বার্সেলোনাকে হারিয়ে ফাইনালে পৌঁছায় তারা।
তবে এবার কাজটা সহজ নয়। প্রথম লেগে বার্সার মাঠে তিন গোল করা ইন্টার দ্বিতীয় লেগে নামছে গুরুত্বপূর্ণ কিছু খেলোয়াড়কে ছাড়া। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে অধিনায়ক ও মৌসুমের সর্বোচ্চ গোলদাতা লাউতারো মার্তিনেজ খেলতে পারবেন না। আক্রমণভাগে তাই মার্কো আরনাউতোভিচ বা মেহেদি তারেমির পাশে দেখা যেতে পারে মার্কুস থুরামকে। এছাড়া ডিফেন্ডার বেঞ্জামিন পাভারের খেলা নিয়েও রয়েছে অনিশ্চয়তা।
অন্যদিকে, বার্সেলোনা এবারের মৌসুমে খেলছে দারুণ ছন্দে। ঘরোয়া লিগে দুটি শিরোপা জিতে আত্মবিশ্বাসে টগবগ করছে দলটি। ফাইনালে উঠলে এটি হবে তাদের ষষ্ঠ চ্যাম্পিয়নস লিগ ফাইনাল। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন রবার্ট লেভানডোভস্কি, যদিও কোচ হ্যান্সি ফ্লিক জানিয়েছেন, অভিজ্ঞ এই স্ট্রাইকার শুরু করবেন বেঞ্চে। গোলবারের নিচে দেখা যেতে পারে ইনফর্ম ইনারাকি পেনা অথবা সিজনিকে, যদিও স্কোয়াডে ফিরেছেন টের স্টেগেনও।
ইন্টার কোচ সিমোন ইনজাগি বলেন, “প্রতিপক্ষ যেমনই হোক, আমরা লড়াইয়ের জন্য প্রস্তুত। ৯০ মিনিট নয়, দরকার হলে ১২০ মিনিটও খেলতে প্রস্তুত থাকতে হবে। এমনকি পেনাল্টির কথাও ভাবতে হচ্ছে।”
বার্সেলোনা কোচ ফ্লিক বলেন, “দল আত্মবিশ্বাসী। আমরা জানি কীভাবে ম্যাচ জিততে হয়। লক্ষ্য একটাই—ফাইনাল।”
ইন্টার মিলানের মাঠ সান সিরোতে এখন পর্যন্ত ছয়বার খেলেছে বার্সেলোনা, জিতেছে মাত্র একবার। পরিসংখ্যান যদিও ঘরের মাঠে ইন্টারকে কিছুটা এগিয়ে রাখছে, তবে বার্সার সাম্প্রতিক ফর্ম চিন্তায় রাখবে ইতালিয়ান ক্লাবটিকে।
তাই এখন অপেক্ষা রাত ১টার, ইউরোপের সবচেয়ে মর্যাদার আসরের আরেকটি ফাইনালে কে জায়গা করে নেবে—ইন্টার নাকি বার্সেলোনা?
বিআরইউ