চলমান আইপিএলের মাঝপথে দল পেলেন মোস্তাফিজুর রহমান। দিল্লি ক্যাপিটালসের হয়ে আসরের বাকি অংশে খেলবেন তিনি। ৬ কোটি রুপিতে তাকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
বুধবার (১৪ মে) বিকেলে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেইজে মোস্তাফিজকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে দিল্লি ক্যাপিটালস।
পোস্টে দিল্লি লিখেছেন, ‘দুই বছর মোস্তাফিজুর রহমান আবারও স্কোয়াডে ফিরেছেন’। মূলত, অজি ব্যাটার জ্যাক-ফ্রেসার ম্যাকগ্রাকের বদলে এই টাইগার বোলারকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
এ জন্য দিল্লিকে খরচ করতে হয়েছে ৬ কোটি রুপি। যা আইপিএল খেলা বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক। এর আগে ২০২১ সালে ৩ কোটি ২০ লাখ রুপিতে সাকিবকে দলে নিয়েছিল কলকাতা। কিন্তু এবার সাকিবকে ছাড়িয়ে গেছেন ফিজ।
এর আগে ২০২২ ও ২০২৩ মৌসুমে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন। ২০২২ সালে তিনি ৮টি ম্যাচে ৮টি উইকেট নেন, তার ইকোনমি রেট ছিল ৭.৬২। ২০২৩ সালে তিনি দিল্লির হয়ে ২টি ম্যাচ খেলেন।
আইপিএল ক্যারিয়ারে এখন পর্যন্ত ৩৮টি ম্যাচে অংশ নিয়ে তিনি ৩৮টি উইকেট নিয়েছেন, তার ইকোনমি রেট ৭.৮৪। আইপিএলে তিনি একাধিক ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন এবং ইনিংসের বিভিন্ন পর্যায়ে দক্ষতার সঙ্গে বোলিং করার জন্য পরিচিতি অর্জন করেছেন। সবশেষ আসরে চেন্নাইয়ের হয়ে খেলেছিলেন তিনি।
বাংলাদেশের হয়ে ১০৬টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে তিনি ১৩২টি উইকেট নিয়েছেন, যা তাকে সাদা বলের ক্রিকেটে অন্যতম শীর্ষস্থানীয় বাঁহাতি পেসার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। দেশের ঘরোয়া ও বৈশ্বিক বিভিন্ন টি-টোয়েন্টি লিগ মিলিয়ে তিনি ২৮১টি ম্যাচে ৩৫১টি উইকেট নিয়েছেন।
আরএস