কেরানীগঞ্জে ৩ ইট ভাটাকে জরিমানা

কেরানীগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৩, ০৫:৫২ পিএম
কেরানীগঞ্জে ৩ ইট ভাটাকে জরিমানা

ঢাকার কেরানীগঞ্জে অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। 

সোমবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১ টা থেকে দুপুর দেড় টা পর্যন্ত পরিচালিত অভিযানে উপজেলার তেঘড়িয়া ইউনিয়নের ৩টি অবৈধ ইটভাটাকে মোট ১৮ লাখ টাকা জরিমানা করা হয়।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সল বিন করিমের নেতৃত্বে পরিচালিত অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ইউপি চেয়ারম্যান মোহাম্মদ লাটমিয়ার মালিকানাধীন ইমরান ব্রিকসকে ৫ লাখ, তার ভাতিজা রায়হান খানের মালিকানাধীন আলিমউদ্দিন অ্যান্ড রাফিয়া ব্রিকস কে ৮ লাখ এবং হাজী রজ্জব আলীর মালিকানাধীন মেসার্স চাচা-ভাতিজা ব্রিকসকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

এসময় পরিবেশ বিনষ্টকারী এসব ইট ভাটাকে দ্রুত সমতের মধ্যে তাদের কার্যক্রম বন্ধ করে দিতে বলে আদালত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সল বিন করিম বলেন, ইট ভাটাগুলোর বিরুদ্ধে বিভিন্ন লোকের অভিযোগ ছিলো। তাছাড়া ইট ভাটাগুলো পরিবেশের জন্যও হুমকি। ঢাকার ভেতরে এভাবে ইট ভাটা চলতে পারেনা। অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

কেএস