Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪,

খোঁজ মিললো কীটনাশক প্রতিরোধী মশা!

জানুয়ারি ১৪, ২০১৫, ০৬:০৬ এএম


খোঁজ মিললো কীটনাশক প্রতিরোধী মশা!

 
কীটনাশক দিয়েও মারা যায় না এমন মশার খোঁজ পেয়েছেন। ম্যালেরিয়ার জীবানুবাহী দুই প্রজাতির মশার মিলনে এ নতুন ধরণের মশার জন্ম পশ্চিম আফ্রিকার মালিতে হয়েছে বলে বিজ্ঞানীরা জানিয়েছেন। তারা এটির নাম দিয়েছেন ‘সুপার মস্কিউটো’ ।

ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার পতঙ্গবিদ গ্রেগরি লানজারো জানিয়েছেন মশা মারার জন্য প্রচলিত কীটনাশক কিংবা মশা থেকে বিরত থাকার জন্য কীটনাশক লাগানো মশারিতেও এ মশার কোন ক্ষতি হয় না।

তিনি আরও বলেন, কীটনাশকের ব্যবহারের কারণে পুরো পরিবেশেই পরিবর্তন এসেছে। আর এরই ফলাফল হিসেবে দেখা যাচ্ছে এ কীটনাশক প্রতিরোধী মশা।

এ মশার খোঁজ পাওয়ার ফলে ম্যালেরিয়া প্রতিরোধী কার্যক্রম আবার ঝুঁকির মধ্যে পড়তে পারে বলে মনে করছেন গবেষক দল।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ২০০০ সালের পর থেকে এ পর্যন্ত ম্যালেরিয়ায় মৃত্যুর হার প্রায় ৪৭ শতাংশ কমেছে। কিন্তু এ ধরণের মশার কারণে ম্যালেরিয়া প্রতিরোধের জন্য অন্য ধরণের কার্যক্রম শুরু করতে হবে।

তবে এ ধরণের বিষয়গুলো ঘটতে পারে বলে আগেই পূর্বাভাস দেয়া হয়েছিল বলেও জানান বিশেষজ্ঞরা। এখন ম্যালেরিয়া প্রতিরোধ কার্যক্রমে গতি আনার জন্য নতুন কিছু ভাবতে হবে।

বিজ্ঞানীরা জানান, নতুন ধরণের কীটনাশক, মশা মারার ব্যাক্টেরিয়া ইত্যাদি আবিষ্কারের মাধ্যমে এ ধরণের মশা মারার চেষ্টা চলছে।