Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

বউকে সুটকেসে ভরে চেকপোস্ট পার

জানুয়ারি ১৫, ২০১৫, ০৬:১৫ এএম


বউকে সুটকেসে ভরে চেকপোস্ট পার

 

তাকে ও তার স্ত্রীকে ব্রিটেনে থাকার অনুমতি দিতে হবে। আর এ জন্য কয়েক বছর ধরেই প্রশাসন, আদালতের কাছে একই আবেদন করেই চলেছিল লাটভিয়ার ৩০ বছর বয়সী বোগডেন ক্রোইটর।

 কিন্তু আদালত পরিষ্কার জানিয়ে দেয়, বোগডেনকে ব্রিটেনে থাকার অনুমতি দেওয়া হলেও মোলদোভার বাসিন্দা তাঁর স্ত্রীকে ঢুকতে দেওয়া হবে না। বোগডেনের স্ত্রীকে দু দুবার ব্রিটেনে ঢুকতে বাধা দেওয়া হয়।

এরপরেই ফন্দি আটেন বোগডেন। ঠিক করেন সোজা আঙুলে ঘি না উঠলে তাঁর স্ত্রীকে ব্রিটেনে নিয়ে যেতে আঙুলটা একটু বেঁকাতে হবে।

গাড়িতে করে ব্রিটেনে ঢোকার আগে চেকিংয়ের কথা আশঙ্কা করে স্যুটকেস ব্যাগে লুকিয়ে রাখেন বোগডেন। কয়েকটা চেকপোস্টে চেকিংয়ের পরেও বোগডেনকে ধরকা যায়নি। ব্রিটেনে ঢুকে যাওয়ার পর এক জায়গায় একেবারে শেষে ধরা পড়ে যান বোগডেন। ব্যাগ খুলে বেরিয়ে আসেন তাঁর স্ত্রী। সঙ্গে সঙ্গে বোগডেনকে গ্রেফতার করা হয়। এবার ১৪ মাসের জেলের শাস্তি খাটতে হবে বোগডেনকে।