Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

পানির নিচে জাদুঘর!

ডিসেম্বর ৭, ২০১৪, ০৭:২৪ এএম


পানির নিচে জাদুঘর!

লস কলোরাডোস সমুদ্র সৈকতের পাশে পানির নিচে তৈরি হচ্ছে জাদুঘর। এ জাদুঘরে সারি সারি রাখা হবে ঐতিহাসিক মূর্তি। বিশ্বের প্রথম আন্ডারওয়াটার মিউজিয়ামটি তৈরি হবে পূর্ব আটলান্টিকের তলায়।

স্পেনের এই জাদুঘর তৈরির জন্য কাজ করছেন ব্রিটিশ স্থপতি জ্যাশন দে কায়রে টেলর। পর্যটক টানতরেই এই অভিনবত্ব। ২০১৬ থেকেই চালু হয়ে যাবে এই মিউজিয়াম। দু’বছর আগে থেকেই পরিকল্পনা করেন টেলর। এই জাদুঘরে মূলত থাকবে নানা ধরনের মূর্তি। তিনশ’র বেশি মূর্তি থাকার কথা রয়েছে এখানে। মোট আট লক্ষ ডলার। পরবর্তীকালে এই পানির তলায় করা হবে লাইট অ্যান্ড সাউন্ড শো, কনসার্ট ইত্যাদি।

টেলর জানিয়েছেন, এখানকার জল অত্যন্ত স্বচ্ছ। মাঝে মাঝে হালকা বৃষ্টি হয়। তাই এই প্রকল্প তৈরির জন্য এটা আদর্শ জায়গা।