Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

কাশির শব্দে ৩০ লাখ টাকার খাবার নষ্ট!

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ৩, ২০২০, ০৭:৫৬ এএম


কাশির শব্দে ৩০ লাখ টাকার খাবার নষ্ট!

নাম তার মার্জার্ট কিরকো। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার লজার্নে কাউন্টিরে একটি সুপার মার্কেটে খাবারের জায়গায় দাঁড়িয়ে কাশি দিয়েছিলেন ওই নারী। তার কাশির শব্দ শুনে সঙ্গে সঙ্গেই মজুত খাবারগুলো ফেলে দিয়েছে সুপারমার্কেট কর্তৃপক্ষ।

জানা গেছে, ৩০ লাখ টাকার খাবার ফেলে দেয়া হয়েছে। মানুষকে ঝুঁকির মধ্যে ফেলে দেয়ার অভিযোগে ওই নারীকে আটক করেছে পুলিশ।

তবে পুলিশের কাছে ওই নারী জানিয়েছেন, তিনি মজার ছলে এটি করেছেন।

তবে সুপারমার্কেট কর্তৃপক্ষের দাবি, ২৫ মার্চ বিকেলে মার্জার্ট কিরকো নামে ওই নারী আমাদের সুপারমার্কেটে এসে নিজেকে করোনা আক্রান্ত দাবি করেন। তারপর ইচ্ছাকৃতভাবে আমাদের ভালো খাবারের ওপর কফ ফেলেন।

এ ঘটনার পর সুপারমার্কেটের কর্মীরা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করে যত দ্রুত সম্ভব ওই নারীকে সুপারমার্কেট থেকে বের করে দেন। তারপর ওইসব খাবারও ফেলে দেয়া হয়। এমনকি পুরো সুপারমার্কেট জীবাণুমুক্ত করা হয়।

পুলিশ বলছে, ওই নারী আরো কয়েক জায়গায় এ ধরনের আচরণ করেছেন। পরে এক দোকান থেকে ১২ বোতল বিয়ার চুরি করেছেন তিনি। কয়েক ঘণ্টা পরে তাকে আটক করা হয়েছে।

তার মানসিক সমস্যা রয়েছে। তিনি করোনাভাইরাসে আক্রান্ত কিনা, তা জানার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। চলতি বছরের ৮ এপ্রিল তাকে আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ।

আমারসংবাদ/এআই