Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

লকডাউনে যমজ শিশুর জন্ম, নাম ‍করোনা ও কোভিড

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ৩, ২০২০, ০২:২৬ পিএম


লকডাউনে যমজ শিশুর জন্ম, নাম ‍করোনা ও কোভিড

 

করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জারি করা লকডাউনের সময় জন্মানো যমজ সন্তানের নাম ‍করোনা ও কোভিড রাখলেন এক দম্পতি।

ভারতের ছত্তীসগঢ়ের সরকারি হাসপাতালে ওই দম্পতির যমজ সন্তান জন্মগ্রহণ করে।

যমজ সন্তানের জন্ম দেওয়া প্রীতি ভর্মা বলেছেন, ‘২৭ মার্চ দুই সন্তানের জন্ম দিয়েছি। আমার ছেলের নাম দিয়েছি কোভিড ও মেয়ের নাম দিয়েছি করোনা।

তিনি বলেছেন, ‘ভাইরাস মোকাবিলায় মানুষের জীবন বিপন্ন, সেই কঠিন সময়ে জন্ম নিয়েছে আমাদের সন্তানরা। জন্মের পর হাসপাতালের কর্মীরাও ওদের করোনা-কোভিড বলে ডাকছিলেন।

করোনাভাইরাস জীবন-মরণ পরিস্থিতি তৈরি করলেও, সাধারণ মানুষের মধ্যে তা স্যানিটেশন ও হাইজিনের অভ্যাস গড়েছে বলে মত প্রীতির।

ওই দম্পতি বাড়ি উত্তরপ্রদেশে। তারা রায়পুরের পুরানি বাস্তি এলাকায় ভাড়া থাকেন।

আমারসংবাদ/জেআই