Amar Sangbad
ঢাকা বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪,

৩ লাখ টাকায় স্বর্ণের মাস্ক!

আমার সংবাদ ডেস্ক

জুলাই ২৩, ২০২০, ০৪:৪৯ এএম


৩ লাখ টাকায় স্বর্ণের মাস্ক!

প্রাণঘাতী করোনায় বিপর্যস্ত পুরো বিশ্ব। করোনা থেকে বাঁচতে মাস্ক ও স্যানিটাইজারের চাহিদা এখন তুঙ্গে।

এদিকে করোনা মোকাবিলায় জনসাধারণের চাহিদা অনুযায়ী এখন হরেকরকমের মাস্ক চলে এসেছে বাজারে।

এদিকে বেনারসি কাপড় দিয়ে তৈরি মাস্ক, রোজকার ব্যবহারের জন্য ডিজাইনড মাস্ক, সোনা-হিরের মাস্কও তৈরি হয়েছে। তবে সোনা ও হিরে দিয়ে তৈরি মাস্ক ব্যবহারের ক্রেতা কোথায়- সেটাই বড় প্রশ্ন।

সম্প্রতি তামিলনাড়ুর কোয়েম্বাটোরের স্বর্ণকার রাধাকৃষ্ণণ সুন্দরম আচার্য স্বর্ণ ও রুপোর সুতো দিয়ে তৈরি করে ফেলেছেন সুন্দর ফেস মাস্ক।

ভারতীয় গণমাধ্যমে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, স্বর্ণ দিয়ে তৈরি মাস্কটিতে ১৮ ক্যারেট সোনা ব্যবহার করা হয়েছে।

দাম মাত্র পৌনে তিন লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ লাখ ১৩ হাজার টাকা)। শুধু স্বর্ণই নয়, রুপোর সুতো দিয়েও বানিয়েছেন মাস্ক। যার মূল্য মাত্র ১৫ হাজার টাকা।

স্বর্ণের মাস্ক তৈরি করে চমকে দিয়েছেন অনেকেই। তবে রাধাকৃষ্ণণের তৈরি সোনার মাস্কের খবর ছড়িয়ে পড়েছে সারা দেশে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।

এরফলে একদিকে তিনি যেমন শুধুই বাহবা পেয়েছেন তা নয়, সোনার মাস্ক কতটা করোনাভাইরাস প্রতিরোধকারী, সে ব্যাপারে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা।

আমারসংবাদ/এআই