Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি ফ্রেডি ব্লমের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ২৩, ২০২০, ০৫:১২ এএম


বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি ফ্রেডি ব্লমের মৃত্যু

বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি ফ্রেডি ব্লম ১১৬ বছর বয়সে মারা গেছেন। শনিবার সাউথ আফ্রিকার রাজধানী কেপ টাউনে তার স্বাভাবিক মৃত্যু হয় বলে জানিয়েছে বিবিসি।

১৯০৪ সালের মে মাসে ইস্টার্ন কেপ প্রদেশে জন্মগ্রহণ করেন ব্লম। তবে এখনও তার নাম রেকর্ড গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে উঠেনি।

বিবিসির প্রতিবেদনে জানানো হয়, ১৯১৮ সালের স্প্যানিশ ফ্লু মহামারিতে কিশোর ব্লমের পুরো পরিবারের মৃত্যু হয়। তিনি দুটি বিশ্বযুদ্ধ এবং বর্ণবাদ আন্দোলনের সাক্ষী ছিলেন।

ব্লম দুই দুইটি বিশ্বযুদ্ধ ও দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ পরিস্থিতির মোকাবিলা করেও দীর্ঘজীবন পার করেছেন।

২০১৮ সালে বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, তার দীর্ঘজীবনের পেছনে বিশেষ কোনো গূঢ় রহস্য নেই।

তিনি বলেছিলেন, একটিমাত্র বিষয় আছে, সেটি হচ্ছে উপরে যে লোকটি (খোদা) আছে। তিনিই সর্বশক্তিমান। আমার কিছু নেই। আমি যে কোনো সময় মরে যেতে পারি কিন্তু তিনি আমাকে ধরে রেখেছেন।

জীবনের বেশিরভাগ সময় ব্লম শ্রমিক হিসেবে কাজ করেছেন। প্রথমে কৃষি শ্রমিক ছিলেন পরে নির্মাণ শিল্প শ্রমিক হিসেবে কাজ করেছেন। বয়স ৮০ পেরনোর পরই কেবল তিনি অবসরে গিয়েছিলেন।

পানের অভ্যাস বহু বছর আগে ত্যাগ করলেও তিনি নিয়মিত ধূমপান করতেন।

দক্ষিণ আফ্রিকা সরকার করোনাভাইরাসজনিত লকডাউন জারি করার পর ব্লম তার ১১৬তম জন্মদিনে তামাক কিনে নিজেই নিজের সিগারেটটি বানিয়ে নিতে পারেননি বলে জানা গেছে।

ব্লমের পরিবার জানিয়েছে, শনিবার কেইপ টাউনে স্বাভাবিকভাবেই তার মৃত্যু হয়েছে।

আমারসংবাদ/এআই