Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

গ্রাম পাহারায় মানুষের শুটকি!

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ৫, ২০২১, ০৯:১০ এএম


গ্রাম পাহারায় মানুষের শুটকি!

শুটকী মাছ অনেকেরই প্রিয় খাবার। কেউ কেউ শুঁটকি মাছ অপছন্দ করলেও অনেকেই মাংসের শুঁটকি খেতে বেশ পছন্দ করেন। 

কিন্তু কখনও কী শুনেছেন মানুষেরও শুটকী করা হয়। 

বিস্ময়কর হলেও এ ঘটনা সত্য। সাগরের পাড়ে মাছের শুটকি দেয়ার প্রচলন থাকলেও দ্বীপদেশ পাপুয়া নিউগিনির মোরোবে গ্রামে প্রচলন রয়েছে আস্ত মানুষের শুঁটকি দেওয়ার।

মোরোবে গ্রামের আঙ্গা জনগোষ্ঠির বানানো এই শুঁটকি জুজু নামে পরিচিত। তবে এই শুঁটকি খাওয়ার জন্য নয়, গ্রাম পাহারা দেওয়ার জন্যই তৈরি করা হয়।

এই গ্রামের মানুষদের প্রাচীন বিশ্বাস শুটকি করে রাখা এই মৃত মানুষেরা তাদেরকে বিপদ থেকে রক্ষা করবে এবং একই সাথে গ্রামও পাহারা দিবে। 

এছাড়াও মানুষের শুটকি দিয়ে গ্রামের শোভা বাড়ানোর একটা চেষ্টা তো আছেই।

মোরোবে গ্রামের কোনো মানুষ মারা গেলে মৃত মানুষটির শরীর থেকে সব চর্বি বের করে মৃতদেহটিকে শুটকি করা হয়। পরে ওই শরীরটি লম্বা বাঁশের তৈরি কোনো মঞ্চে সুন্দর করে গ্রামের সামনে ঝুলিয়ে দেওয়া হয়।

এছাড়াও মৃতদেহ থেকে বের করা চর্বি ব্যবহার করা হয় রান্নাবান্নার কাজে!

১৯৭৪ সালে পাপুয়া নিউগিনির সরকার মানুষ শুটকি দেয়ার প্রথাটি সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করলেও সরকারের কথা অমান্য করে এখনও এই নিয়ম চলছে আঙ্গা জনগোষ্ঠিতে।

আমারসংবাদ/এডি/জেডআই