Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

মৃত্যুর ৯ দিন পর জীবিত ফিরে এলেন বৃদ্ধা!

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ২৫, ২০২১, ০৮:০৫ এএম


মৃত্যুর ৯ দিন পর জীবিত ফিরে এলেন বৃদ্ধা!

ভাবুন তো আপনি জানতে পারলেন আপনার পরিবারের একজন সদস্য করোনায় মারা গেছেন। তার দাফনও সম্পুর্ন হয়েছে।  হঠাৎ ৯ দিন পর দরজার খটখট শব্দে দরজা খুললেন আর দেখলেন আপনার সামনে ঐ মৃত মানুষটি দাঁড়িয়ে আছেন, এতোদিন যার মৃত্যু শোক পালন করেছেন আপনি। কেমন অনুভূতি হবে তখন আপনার? 
 
কী ভয় পেয়ে গেলেন? কিন্তু বাস্তবেই এমন ঘটনা ঘটেছে স্পেনে।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রোজেলিয়া বাঙ্কো নামের ৮৫ বছরের এক বৃদ্ধা মারা যান। মৃত ঐ বৃদ্ধার পরিবারেকে জানানো হয় ১৪ জানুয়ারি তার দাফন করা হবে। 

করোনা ভাইরাসের বিধিনিষেধের কারণে তার পরিবার দাফন কাজে যেতে পারেননি।

তবে নয় দিন পর যে ঘটনা ঘটে তাতেই রীতিমতো ঘাবড়ে যান ঐ বৃদ্ধার পরিবার।

স্পেনের জোভের হোম কেয়ারে ওই বৃদ্ধার স্বামী রেমন ব্লাঙ্কোর কাছে পুরোপুরি সুস্থ অবস্থায় হাজির হন ওই বৃদ্ধা। 

স্ত্রী রোজেলিয়া বাঙ্কোকে দেখে  বিহ্বল হয়ে পড়েন তার স্বামী।

সংবাদ মাধ্যমে রেমন ব্লাঙ্কো বলেন, তার বিশ্বাস হয়নি।  স্ত্রীর মৃত্যুর খবরের পর অনেক কেঁদেছেন তিনি। 

আসল ঘটনা হচ্ছে রোজেলিয়া বাঙ্কোকের সঙ্গে যে নারী ছিল তিনি করোনায় মারা যান। 

করোনায় আক্রান্ত হলে অন্য হোম কেয়ারে নিয়ে যাওয়া হয়। এজন্যই মুলত এমন নামের বিপত্তি ঘটেছে বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে। 

আমারসংবাদ/এডি