Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪,

'ব্লাক এলিয়েন' অ্যান্থনি

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ২৭, ২০২১, ০৫:৪৫ এএম


'ব্লাক এলিয়েন'  অ্যান্থনি

অনেকেই নিজের রূপে সন্তুষ্ট থাকতে না পেরে নিজেকে বিভিন্ন ভাবে সাজিয়ে তোলার চেষ্টা করেন। আর এই জন্য নিজেকে সাজানোর প্রচেষ্টায় তারা এমন কিছু রপ ধারন করে ফেলেন, যে রুপে তাদের দেখতে আরও অদ্ভুত লাগে। তেমনই একজন মানুষ অ্যান্থনি লেফ্রেডো।

অ্যান্থনি নিজেকে ‘ব্লাক এলিয়েন’ বা ভিনগ্রহের কৃষ্ণাঙ্গ আগন্তুক ভাবতেই পছন্দ করেন। 

৩২ বছর বয়সী অ্যান্থনি লেফ্রেডো ফ্রান্সে নিবাসী। শরীরের বিভিন্ন স্থানে পরিবর্তন আনায় তার নেশা। এজন্য যত রকম পরিবর্তন সম্ভব করিয়েছেন। ট্যাট্টু পরেছেন সারা দেহে। এমন কোনো স্থান নেই শরীরে যেখানে তিনি পরিবর্তন আনেননি। এক পর্যায়ে নাকের অগ্রভাগ এবং উপরের ঠোঁট কেটে ফেলতে হয়েছে। জিহ্বাকে কেটে দু’ভাগ করিয়েছেন।

সব নেশায় যে শরীরের জন্য ক্ষতিকর তা হারে হারে বুঝেছেন অ্যান্থনি। শরীরের এই পরিবর্তনের নেশায় এখন তিনি ঠিকমতো কথা বলতে পারেন না। 

তবু থেমে নেই অ্যান্থনি। তিনি জানান, এরপর হাত, পা, আঙ্গুল ও মাথার পিছনের অংশে পরিবর্তন আনবেন। 

এই অদ্ভুত মানুষটির ইনস্টাগ্রামে ২ লাখ ২৭ হাজার ফলোয়ার রয়েছে। 

আমারসংবাদ/এডি