Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

নতুন বিবাহিত দম্পতিকে নিয়ে ভিন্ন দেশের ভিন্ন রীতি

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ২২, ২০২১, ০৫:৩৫ এএম


নতুন বিবাহিত দম্পতিকে নিয়ে ভিন্ন দেশের ভিন্ন রীতি

বিয়ে একটি সামাজিক বন্ধন। সব দেশেই বিয়ে একটি আনন্দের উৎসব। তবে সব দেশে বিয়ের রীতি এক নয়। পৃথিবীর বিভিন্ন দেশে নতুন বিবাহিত দম্পতিকে নিয়ে রয়েছে বিভিন্ন রীতি।

চলুন জেনে নেই নতুন বিবাহিত দম্পতিকে নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশের রীতি--

ভারত 

ভারতে বিয়ের কনেরা মেহেন্দি পরে থাকে। ভারতে মেহেন্দিকে বিয়ের জন্য শুভ লক্ষণ বলা হয়ে থাকে।

ইতালি

ইতালিতে বিয়ের অনুষ্ঠানে অতিথিরা ক্যান্ডি উপহার হিসেবে আনেন, মনে করা হয় এই রীতি মানলে নতুন বিবাহিত দম্পতির শরীর সুস্থ থাকে, অর্থের অভাব হয় না । 

সুইডেন
  
সুইডেনে বিয়ের  সময় কনেরা মার্টেল গাছ তাদের ক্রাউনে লাগান যা ভালবাসার প্রতীক হিসেবে মনে করা হয়।

ভেনেজুয়েলা
  
ভেনেজুয়েলাতে বিয়ের দিন বিবাহিত দম্পতিরা নিজেদের সঙ্গে সময় কাটান, মনে করা হয় এতে তাঁদের জীবনে সৌভাগ্য নেমে আসবে। 

নেদারল্যান্ড

নেদারল্যান্ডে ডাচ দম্পতিকে অতিথিরা কাগজের চিরকুটে শুভ কামনা বার্তা দিয়ে থাকে।

ফিলিপিন্স

ফিলিপিন্স দম্পতিরা একসঙ্গে মিলে সাদা পায়রা ওড়ান।     

আমারসংবাদ/এডি