Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

কোপা আমেরিকা জয়ের পর বিক্রি বাড়লো ‘মেসি বিড়ি’র

আমার সংবাদ ডেস্ক

জুলাই ১৪, ২০২১, ০১:৩০ পিএম


কোপা আমেরিকা জয়ের পর বিক্রি বাড়লো ‘মেসি বিড়ি’র

সর্বকালের সেরা ফুটবলারদের একজন আর্জেন্টিনার লিওনেল মেসি। এই নামেই রয়েছে একটি বিড়ি প্রস্তুতকারী সংস্থার নাম। এর মোড়কেও ব্যবহার হয়েছে ক্ষুদে জাদুকরের ছবি। 

আর্জেন্টিনা কোপা আমেরিকা ২০২০ জয়ের পরই সেই বিড়ির মোড়ক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বাড়ে বিক্রিও। প্রতিষ্ঠানটি ভারতের মুর্শিদাবাদে অবস্থিত।

ভারতের স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, মারাকানায় কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে হারিয়ে দেয় আর্জেন্টিনা। অ্যানহেল ডি মারিয়ার এক মাত্র গোলে ‘সাউথ আমেরিকান ক্লাসিকো’ জিতে নেয় লা আলবিসেলেস্তে। এরপরই ভারতে বিক্রি বাড়ে মেসি বিড়ির। এমনটাই দাবি টুইটারে একাংশের। ভাইরাল হয়ে যায়, সেই মেসি বিড়ির ছবিও।

সেই ছবি টুইটারে দেখা যেতেই এক রসিক নেটিজেন বলেন, ‘ভারতে এটাই মেসির প্রথম বিজ্ঞাপন।’ কেউ আবার লেখেন, ‘কোপা জিতেই বিজ্ঞাপন পেয়ে গেলেন মেসি। দারুণ সাফল্য।’ কারও মতে, ‘ফাইনালে ব্রাজিলকে হারিয়ে কোপায় চ্যাম্পিয়ান হয় মেসি-র আর্জেন্টিনা। তারপরই অনুমোদন পেয়েছে এই ব্র্যান্ডের বিড়ি’।
 
ছয় বারের ব্যালন ডি’অর জয়ী মেসি। একাধিক ব্যক্তিগত সাফল্য, বার্সেলোনার হয়ে একাধিক ট্রফি, আন্তর্জাতিক মঞ্চে আর্জেন্টিনার হয়ে কোপা জয়ের পর এমন কাণ্ডে বেশ মজা পেয়েছেন নেটিজেনরা। কেউ কেউ আবার প্রশ্ন করেছেন, ‘মেসি জানেন তো?’ একজন লেখেন, ‘ভারতেই এমন কাণ্ড সম্ভব।’

আমারসংবাদ/জেআই