Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

জাজিরা গ্রাজুয়েটস ফোরামের আহ্বায়ক রোমান, সদস্য সচিব সাহিদ

মো. মাসুম বিল্লাহ

জুন ২২, ২০২২, ০৯:১০ পিএম


জাজিরা গ্রাজুয়েটস ফোরামের আহ্বায়ক রোমান, সদস্য সচিব সাহিদ

সুপ্রীম কোর্টের আইনজীবী মাহফুজুর রহমান রোমানকে আহ্বায়ক ও উদ্যোক্তা এস এম ইমরান সাহিদকে জাজিরা গ্রাজুয়েটস ফোরামের সদস্য সচিব মনোনীত করা হয়েছে। ৭১ সদস্যের কমিটিতে ৬৯ জনকে সদস্য মনোনীত করা হয়েছে। 

বুধবার (২২ জুন) ফোরামের সুপার এডমিন ও বাংলাদেশ সেনাবাহিনীর কর্ণেল ইমরুল হাসান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

অন্যান্যরা হলেন, ব্যবসায়ী মাজহারুল ইসলাম রনী, চিকিৎসক ফারুক হোসেন, লেখক ফারজানা কাদের, ব্যাংকার আলমগীর খান, আইনজীবী সাখাওয়াত হোসেন মধু, ব্যবসায়ী সোহাগ বেপারী, আইনজীবী ইসতিয়াক আহমেদ, ব্যাংকার সাজ্জাদ হোসেন রিপন, ব্যাংকার রাসেল মাহমুদ সাদ্দাম, সরকারি চাকুরীজীবী মাহমুদুল হাসান সেলিম, ব্যবসায়ী জাহাঙ্গীর খান, ব্যাংকার কৌশিক আজাদ প্রণয়, সমাজকর্মী উম্মে খাদিজা, শিক্ষক এফ এম শাহীন, ব্যবসায়ী মামুন মোল্লা, লেখক রেদোয়ান মাসুদ, পুলিশ কর্মকর্তা সাখাওয়াত হোসেন সেন্টু, ব্যবসায়ী সোহেল মাহমুদ, স্কুল শিক্ষক শহিদুল ইসলাম, পুলিশ সার্জেন্ট জাকির হোসাইন, শিক্ষক এম ডি রুহুল আমীন রাহুল, সাব-ইন্সপেক্টর (পুলিশ) সালাম খান, শিক্ষক মাহমুদুল হাসান, ব্যাংকার আব্দুল্লাহ আল মামুন মিয়া, বিশ্ববিদ্যালয় শিক্ষক নুসরাত জাহান পান্না, সাবেক ছাত্রনেতা শাহাদত খান, প্রভাষক মাহফুজা আক্তার সুমি, সফটওয়্যার ইঞ্জিনিয়ার  শাকিল ইমরান, ইন্টেরিয়র ডিজাইনার সোহেল আহমেদ, ছাত্রনেতা রুবেল বেপারী, চিকিৎসক মো: রাসেল, শিক্ষক আব্দুল লতিফ, সাব-রেজিস্ট্রার আবু রায়হান, ব্যাংকার আমিনুল ইসলাম রতন, বিশ্ববিদ্যালয় শিক্ষক আতাউর রহমান, ছাত্রনেতা মইনুল ইসলাম তাজিম, ব্যাংকার মাহমুদুল ইসলাম শাকিল, গণমাধ্যমকর্মী এমরুল হাসান বাপ্পী, শিক্ষক শহিদুল ইসলাম, ব্যবসায়ী সিএম জিসান, ব্যাক্তিগত কর্মকর্তা জাহিদ কবির রয়েল, প্রশাসনিক কর্মকর্তা, সারজিল হোসাইন সজীব, ব্যবসায়ী মামুনুর রশীদ ফকির, চাকুরিজীবী ফয়সাল আহমেদ, চাকুরিজীবী সনেট মল্লিক, সমাজকর্মী জোবায়ের আহমেদ, সমাজকর্মী মোঃ নাসির উদ্দিন, ব্যবসায়ী সাইফুল ইসলাম সবুজ, সমাজকর্মী মোস্তাফিজুর রহমান, ব্যবসায়ী আমির হোসেন, ফ্রিল্যান্সার সৈয়াল রুবেল, সরকারী চাকরিজীবী ইকবাল শেখ,  শিক্ষক মো. নাসিম, শিক্ষক আলী আকবর, ব্যবসায়ী সুমন পারভেজ, ব্যবসায়ী মোঃ সোহেল রানা, মার্চেন্ডাইজার সাব্বির রহমান পাভেল, অ্যাডভোকেট গোলাম আজম, এনএসআই  কর্মকর্তা সাদ্দাম হোসেন, ব্যবসায়ী শফিকুল ইসলাম, শিক্ষক মোঃ নাজমুল ইসলাম শাওন, বিসিএস প্রশাসন সম্রাট হোসেন, বিসিএস প্রশাসন মোঃ পলাশ আহমেদ, ব্যাংকার রাসেল রানা, চাকুরিজীবী দিপঙ্কর, চাকুরিজীবী মিন্টু বাড়ৈ, অডিটর শামসুন নাহার, প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম এবং সাব-ইন্সপেক্টর (পুলিশ) সাব্বির হোসাইন।

এছাড়াও ৯ সদস্যের উপদেষ্টা পরিষদ সদস্য গঠন করা হয়েছে। এরমধ্যে হলো, সরকারী জাজিরা মোহর আলী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মোঃ ইব্রাহীম মিয়া, সরকারী জাজিরা মোহর আলী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শেখ মোঃ আমিন উদ্দীন, সরকারী জাজিরা মোহর আলী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মোহাম্মদ আলী, সরকারী জাজিরা মোহর আলী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মোঃ কাজী শাহজাহান, লাউখোলা এ.এস উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মোঃ বজলুল হক মোল্লা, জাজিরা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মতিউর রহমান, বি কে নগর সরকারী বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন, জয়নগর ডাঃ মোসলেম উদ্দিন খান কলেজের অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন ও জাজিরা শামসুল উলুম কামিল মাদরাসার অধ্যক্ষ আব্দুর রব হাসেমী প্রমুখ।

এরআগে চলতি বছরের ৫ মে জাজিরা শিল্পকলা একাডেমীতে জাজিরা গ্রাজুয়েটস ফোরামের অগ্রগতি বিষয়ে উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে সংগঠনের ভীত মজবুতকরনের করণীয় বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। সেই মতামতের ভিত্তিতে এস.এস.সি/সমমান ২০০০ ব্যাচ থেকে ২০১০ ব্যাচের জাজিরার নানা শ্রেণি পেশার গ্রাজুয়েটদের সমন্বয়ে ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। মূল কমিটিতে যেকোন বয়সী গ্রাজুয়েট থাকবেন বলেও জানানো হয়।

Link copied!