Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

জাতীয় দুর্যোগ জাতীয়ভাবে মোকাবিলা করতে হবে: সেনাপ্রধান

মো. মাসুম বিল্লাহ

জুন ২৩, ২০২২, ০৮:২০ পিএম


জাতীয় দুর্যোগ জাতীয়ভাবে মোকাবিলা করতে হবে: সেনাপ্রধান

জাতীয় দুর্যোগ জাতীয়ভাবে মোকাবিলা করতে হবে। দুর্যোগে সাহস নিয়ে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে বলে জানিয়েছেন, সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। 

তিনি জানান, এখনও অনেক মানুষ পানিবন্দি আছে। যতদিন প্রয়োজন হবে সুনামগঞ্জে সেনাবাহিনী ততদিন থাকবে। 

বৃহস্পতিবার (২৩ জুন) সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের মঈনপুর গ্রামে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ শেষে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, বাংলাদেশ এমন সক্ষমতার জায়গায় পৌঁছেছে যে এরচেয়ে বড় দুর্যোগ মোকাবিলা করতে পারব। দুর্যোগ এসেছে সেটা সাহস, ধৈর্য এবং আন্তরিকতার সঙ্গে ত্যাগের মনোভাব নিয়ে কাজ করতে হবে। আমাদের প্রথম লক্ষ্য হলো মানুষের জীবন বাঁচানো। দ্বিতীয়ত তাদের স্বাস্থ্য এবং অন্য বিষয়গুলো খেয়াল রাখা। এই লক্ষ্যে যা করণীয় আমরা করে যাচ্ছি। প্রধানমন্ত্রী সার্বক্ষণিক এটার খোঁজ রাখছেন। উনি অনেক তথ্য আমাকে দেন, যা দেখে আমার টিম নিয়ে প্রয়োজনীয় কাজ করি। 

আমারসংবাদ/এবি

Link copied!