Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪,

দেশে বন্যায় মৃতরে সংখ্যা বেড়ে ৮৪

মো. মাসুম বিল্লাহ

জুন ২৬, ২০২২, ০৯:২৫ পিএম


দেশে বন্যায় মৃতরে সংখ্যা বেড়ে ৮৪

দেশের ১০ জেলায় বন্যায় এখন পর্যন্ত ৮৪ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি ৫২ জনের মৃত্যু হয়েছে সিলেট বিভাগে।

রোববার (২৬ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ১৭ মে থেকে ২৬ জুন পর্যন্ত মারা গেছেন ৮৪ জন। এরমধ্যে পানিতে ডুবে ৫৮ জন, বজ্রপাতে ১৪ জন, সাপের কামড়ে দুইজন এবং অন্যান্য কারণে ১০ জনের মৃত্যু হয়েছে।

মৃতদের মধ্যে সিলেট বিভাগে ৫২ জন, ময়মনসিংহে ২৮ জন ও রংপুর বিভাগে ৪ জন। এরমধ্যে সুনামগঞ্জ জেলায় ২৬ জন, সিলেটে ১৮ জন, মৌলভীবাজারে ৪ জন, হবিগঞ্জে ৪ জন, নেত্রকোনায় ৯ জন, ময়মনসিংহে ৫ জন, জামালপুরে ৯ জন, কুড়িগ্রামে ৩ ও শেরপুরে ৫ জন এবং লালমনিরহাটে একজন মারা গেছেন।

আমারসংবাদ/এবি

Link copied!