Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

আরও ৪৯ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি, মোট ১৫১ জন 

সাহিদুল ইসলাম ভূঁইয়া

জুলাই ৩, ২০২২, ০২:৫৫ পিএম


আরও ৪৯ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি, মোট ১৫১ জন 

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন ৪৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় ৪৭ জন এবং ঢাকার বাইরে ২ জন হাসপাতালে ভর্তি হয়েছে ।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ১৫১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে।

ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ১৪৫ জন এবং অন্যান্য বিভাগে ৬ জন রোগী রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জানুয়ারি থেকে এ পর্যন্ত সর্বমোট ১ হাজার ১৬০ জন রোগী ভর্তি হয়েছে। 

এছাড়া এ পর্যন্ত সর্বমোট ছাড়প্রাপ্ত রোগী ১ হাজার ৮ জন। মোট মৃত্যুর সংখ্যা ১ জন।

আমারসংবাদ/এআই 

Link copied!