Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

২৪ ঘণ্টায় আরও ৪২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

মো. মাসুম বিল্লাহ

জুলাই ৩, ২০২২, ০৭:১৯ পিএম


২৪ ঘণ্টায় আরও ৪২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

গত ২৪ ঘণ্টায় আরও ৪২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ৩২ জনই ঢাকার বাসিন্দা, ঢাকার বাইরে ১০ জন। এ নিয়ে চলতি বছর দেশে মোট ১ হাজার ২০২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হলেন।

রবিবার (৩ জুলাই) সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়, রোগীদের মধ্যে ১৩৩ জন এখনও চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে ১৫ জন ঢাকার বাইরে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত মোট ১ হাজার ৬৮ জন রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এখন পর্যন্ত ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে এ বছর।

Link copied!