Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

আজিমপুর থেকে লোডশেডিংয়ের আনুষ্ঠানিকতা শুরু

মো. মাসুম বিল্লাহ

জুলাই ১৯, ২০২২, ০২:০২ পিএম


আজিমপুর থেকে লোডশেডিংয়ের আনুষ্ঠানিকতা শুরু

রাজধানীর আজিমপুর থেকে শিডিউল অনুযায়ী এলাকাভিত্তিক এক ঘণ্টার লোডশেডিং শুরু হয়েছে।

মঙ্গলবার (১৯ জুলাই) সকাল ১০টা থেকে এ লোডশেডিং শুরু হয়।

সোমবার (১৮ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক সমন্বয় সভার পর সংবাদ সম্মেলনে করে সাংবাদিকদের সামনে বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।

রাজধানীতে ডিপিডিসি ও ডেসকোসহ দেশের কোথায় কখন লোডশেডিং হবে তার সম্ভাব্য শিডিউলও প্রকাশ করে বিদ্যুৎ কর্তৃপক্ষ। জ্বালানি তেলের লোকসান কমাতে ডিজেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোও বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় সরকার। এছাড়াও সপ্তাহে একদিন পেট্রল পাম্পও বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। রাত ৮টার পর খোলা রাখা যাবে না দোকান ও শপিংমল। শিডিউল মেনেই প্রতিটি এলাকায় এক ঘণ্টা করে বন্ধ রাখা হবে বিদ্যুৎ সরবরাহ। পরে সরবরাহ সংকট মোকাবিলা করতে না পারলে লোডশেডিং দুই ঘণ্টা করা হবে বলেও জানানো হয়।

সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ড. নসরুল হামিদ বলেন, প্রাথমিকভাবে প্রায় এক সপ্তাহ ধরে ঘণ্টাব্যাপী লোডশেডিং চলবে এবং তা পর্যাপ্ত না হলে লোডশেডিংয়ের মেয়াদ বাড়ানো হবে।

প্রতিমন্ত্রী বলেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত কর্তৃপক্ষ নেয়া হবে। দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সরকার আন্তর্জাতিক বাজার থেকে গ্যাস কিনবে না।

এবি

Link copied!