Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪,

মূল্যস্ফীতির কারণে নিম্ন-আয়ের মানুষের কষ্ট হচ্ছে: প্রধানমন্ত্রী

মো. মাসুম বিল্লাহ

আগস্ট ১৬, ২০২২, ০২:০৪ পিএম


মূল্যস্ফীতির কারণে নিম্ন-আয়ের মানুষের কষ্ট হচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাশিয়া থেকে ভারত তেল কিনতে পারলে আমরা কেন পারব না, আমরাও রাশিয়া থেকে তেল আনতে পারব। মূল্যস্ফীতির কারণে নিম্ন-আয়ের মানুষের কষ্ট হচ্ছে। মূল্যস্ফীতির জন্য জ্বালানি তেল দায়ী।

মঙ্গলবার (১৬ আগস্ট) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এ কথা বলেন।

এদিন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষের সঙ্গে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী বৈঠকে সভাপতিত্ব করেন। পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরেন।

আজকের বৈঠকে জ্বালানি তেল কেনার বিষয়ে নানা ধরনের পথ বের করতে বলেছেন প্রধানমন্ত্রী। প্রয়োজন হলে রুশ মুদ্রা রুবলে জ্বালানি তেল কেনার বিষয়টি প্রধানমন্ত্রী দেখতে বলেছেন বলে জানান মন্ত্রী।

এবি

Link copied!