Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১৩৯ জন হাসপাতালে

মো. মাসুম বিল্লাহ

আগস্ট ২২, ২০২২, ০৬:২৪ পিএম


ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১৩৯ জন হাসপাতালে

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৩৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১২২ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ১৭ জন।

সোমবার (২২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ৪৯৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৪২৯ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ৬৭ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ৪ হাজার ৬১৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪ হাজার ১০৪ জন। এ পর্যন্ত মারা গেছেন ১৯ জন।

এবি

Link copied!