Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

পাথর শ্রমিকদের সেনাবাহিনীর ত্রাণ বিতরণ

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি

জুন ৭, ২০২০, ১১:৩৯ পিএম


পাথর শ্রমিকদের সেনাবাহিনীর ত্রাণ বিতরণ

 

সারা দেশে চলমান করোনা ভাইরাস প্রতিরোধে সাধারণ মানুষকে সবসময় মাস্ক পরিধান, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং সচেতনতার সাথে জীবিকা নির্বাহ করতে পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধায় পাথর ভাঙার কাজে নিয়োজিত শ্রমিকদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

গতকাল রোববার দুুপুরে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নে পাথর ভাঙা কাজে নিয়োজিত শ্রমিকদের মাঝে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় প্রায় শতাধিক পাথর ভাঙা কাজে নিয়োজিত শ্রমিকদের মাঝে ৬৬ পদাতিক ডিভিশনের আওয়তাধীন ২২২ পদাতিক ব্রিগেডের অন্তর্ভুক্ত উদ্যমী ২৯ ব্যাটালিয়নের লেফটেন্যান্ট এস এম সাইফুর রহমানসহ সেনাবাহিনীর সদস্যরা এই ত্রাণসামগ্রী বিতরণ করেন।

এ সময় তারা ত্রাণসামগ্রী হিসেবে তাদের মাঝে আটা, ডাল, তেল, সাবান, সেমাই, দুধ ও বিস্কুট বিতরণ করে।

৬৬ পদাতিক ডিভিশনের লেফটেন্যান্ট এস এম সাইফুর রহমান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী করোনা পরিস্থিতিতে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নে পাথর ভাঙার শ্রমিকদের মাঝে ত্রাণ সহায়তা করা হয়েছে। আমাদের এ ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে।

 আমারসংবাদ/এসটিএম