Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

বঙ্গবন্ধুকে নিয়ে ফাহিম ফয়সালের গান

বিনোদন প্রতিবেদক

নভেম্বর ২৩, ২০২০, ০৭:৪০ পিএম


বঙ্গবন্ধুকে নিয়ে ফাহিম ফয়সালের গান

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন সঙ্গীতশিল্পী ফাহিম ফয়সাল।

 আবুবকর শিকদার এর কথায় গানটির সুর করেছেন জিয়া খান। ‘কে বলে বঙ্গবন্ধু নেই’ শিরোনামের নতুন এই গানটি বাংলাদেশ টেলিভিশনে প্রচারের জন্য সমপ্রতি শুটিং সম্পন্ন করা হয়।

গানের কথাগুলো হচ্ছে- ‘৫২ থেকে ৭১, কালরাত্রী থেকে স্বাধীন সূর্যোদয়ে, চির ভাস্বর মৃত্যুঞ্জয়ী, বাংলার ইতিহাসে, কে বলে বঙ্গবন্ধু নেই।’

ফাহিম ফয়সাল বলেন, ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে চমৎকার বাণী ও সুরের এই গানটিতে কণ্ঠ দিয়ে বেশ ভালো লাগছে।

গানটির সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে, এই গানে বঙ্গবন্ধুর জীবনী ফুটে উঠেছে। বায়ান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ, কালরাত্রী, স্বাধীন বাংলার জন্য রাজপথে বঙ্গবন্ধুর সংগ্রাম, মুক্তিযুদ্ধ এবং সর্বশেষ বঙ্গবন্ধুর হত্যার বিষয়গুলো গানে উঠে এসেছে। আমার বিশ্বাস, গানটি দর্শক শ্রোতাদের ভালো লাগবে।’

‘কে বলে বঙ্গবন্ধু নেই’ শিরোনামের গানটি প্রচার হবে বাংলাদেশ টেলিভিশনে রাত ৮টার বাংলা সংবাদের পর।

আমারসংবাদ/এআই