Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

রাজশাহীর টানা দ্বিতীয় জয়

নভেম্বর ২৬, ২০২০, ০৬:০০ পিএম


রাজশাহীর টানা দ্বিতীয় জয়

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে দ্বিতীয় জয় তুলে নিয়েছেন মিনিস্টার গ্রুপ রাজশাহী। গতকাল তারা ছয় উইকেটে হারিয়েছে টুর্নামেন্টের হট ফেভারিট জেমকন খুলনাকে। মিরপুর শেরেবাংলায় আগে ব্যাটিং করে খুলনা ছয় উইকেটে ১৪৬ রান তুলে। জবাবে রাজশাহী ১৬ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর ফেলে।

ব্যাট বলের দাপটে খুলনাকে স্রেফ উড়িয়ে দিয়েছে রাজশাহী। খুলনার শক্তিশালী টপ অর্ডার আবারো ব্যর্থ। প্রথম ম্যাচের মতো ইমরুল এ ম্যাচেও রানের খাতা খুলতে পারেননি। স্পিনার মেহেদী হাসানকে স্লগ করতে গিয়ে শর্ট ফাইন লেগে ক্যাচ দেন। মুগ্ধকে পরপর দুই বাউন্ডারি মেরে সাকিব ভালো শুরুর ইঙ্গিত দিয়েছিলেন।

কিন্তু ডানহাতি পেসারের শর্ট বল মিড উইকেট দিয়ে উড়াতে গিয়ে ১২ রানে ক্যাচ দেন। এনামুল হক বিজয় ২৪ বলে তিন চার ও এক ছক্কায় ২৬ রান তুলে মেহেদীর সরাসরি থ্রোতে রান আউট হন।

জহুরুল ইসলাম অমি মুগ্ধর বলে উইকেটের পেছনে ক্যাচ দেন। অধিনায়ক মাহমুদউল্লাহ আরাফাত সানির বলে ফিরতি ক্যাচ দেন। ৫১ রান তুলতেই পাঁচ উইকেট নেই খুলনার। শেষ ম্যাচে ৭৮ রানে তারা হারিয়েছিল পাঁচ ব্যাটসম্যান।

এবারো তাদের ত্রাণকর্তা আরিফুল। সঙ্গে ছিলেন শামীম হোসেন। উইকেটে এসে প্রতি আক্রমণ করা শুরু করেন বাঁহাতি ব্যাটসম্যান। আরিফুল মন্থর শুরু করে পরে আগ্রাসন বাড়ান। দুর্বার শামীম তিন চার ও দুই ছক্কায় দ্রুত ৩৫ রান তুলে নেন।

তার ইনিংসটি শেষ হয় ইবাদত হোসেনের শর্ট বলে। ডানহাতি পেসারের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন। আরিফুল টিকে ছিলেন শেষ পর্যন্ত। পেসার মুগ্ধকে ১৯তম ওভারে লং অন ও অফ দিয়ে দুটি ছক্কা হাঁকান।

শেষ ওভারে শহীদুল উইকেটের পেছনে দুইটি বাউন্ডারি মেরে দলকে এনে দেন লড়াকু পুঁজি। সপ্তম উইকেটে আরিফুল-শহীদুল ৪৬ রানের জুটি গড়েন। শহীদুল ১২ বলে ১৭ ও আরিফুল ৩১ বলে ৪১ রান করে অপরাজিত থাকেন।

লক্ষ্য তাড়ায় দলকে ভালো শুরু এনে দেন অধিনায়ক শান্ত। দ্বিতীয় ওভারে শফিউলকে মিড উইকেট দিয়ে উড়ানোর পর কভার ড্রাইভে হাঁকান বাউন্ডারি। আল আমিনকেও পরের ওভারে লং অন দিয়ে বিশাল ছক্কা হাঁকান।

একই ওভারে ইনসাইড আউট শটে পেয়ে যান বাউন্ডারি। প্রথম ম্যাচে দ্যুতি ছড়ানো ইমন এবার ভালো করতে পারেননি। পাঁচ বলে দুই রান করে আল আমিনের বলে মাহমুদউল্লাহর হাতে ক্যাচ দেন। দ্বিতীয় উইকেটে রনি তালুকদার ও ম্যাচ সেরা নির্বাচিত হওয়া শান্ত ৪৭ রানের জুটি গড়েন। শান্ত ও রনি আগ্রাসন দেখাতে গিয়ে সাজঘরে ফিরলেও তাদের জয় পেতে সমস্যা হয়নি।

পাঁচে নেমে আশরাফুলের ওপর চাপ কমান ফজলে রাব্বী। শফিউলকে মাথার উপর দিয়ে চার মারার পর বাঁহাতি ব্যাটসম্যান লেগ স্পিনার রিশাদকে দুইটি ছক্কা মারেন। ম্যাচ জিতিয়ে আসতে না পারলে ফজলে রাব্বীর ব্যাট থেকে আসে ২৪ রান। আশরাফুল প্রথম ম্যাচে ভালো করতে না পারলে আজ দ্যুতি ছড়িয়েছেন।

 সাকিবকে কভার দিয়ে দারুণ একটি বাউন্ডারি হাঁকান। একই ওভারে পয়েন্ট ও শর্ট থার্ড ম্যান অঞ্চল দিয়ে আরেকটি বাউন্ডারি পান। ২২ বলে তিন বাউন্ডারিতে ২৫ রান আসে তার ব্যাট থেকে। কাজী নুরুল হাসান সোহান সাত বলে ১১ রান করে আশরাফুলের সঙ্গে অপরাজিত থাকেন।

আমারসংবাদ/এআই