Amar Sangbad
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪,

ডিসেম্বরে আসছে অপু বিশ্বাসের ‘প্রিয় কমলা’

বিনোদন প্রতিবেদক

নভেম্বর ৩০, ২০২০, ০৭:২৫ পিএম


ডিসেম্বরে আসছে অপু বিশ্বাসের ‘প্রিয় কমলা’

অপু বিশ্বাস। ভক্ত-অনুরাগীরা তাকে ঢাকাই সিনেমার কুইন বলে ডাকেন। একটা সময় দেশের সিনেমা হলগুলোতে তারই রাজত্ব ছিলো। শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে বছরের পর বছর সুপারহিট সব ছবি তিনি উপহার দিয়েছেন। অনেকদিন হলো নতুন কোনো সিনেমা নেই তার।

বেশ কিছু সিনেমাতে কাজ করা হলেও কোনোটিই মুক্তি পায়নি। সেই বিরতি কাটতে চলেছে। চলতি ডিসেম্বর মাসেই সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে অপুর নতুন সিনেমা ‘প্রিয় কমলা’। এই তথ্য নিশ্চিত করেছেন ছবিটির পরিচালক শাহরিয়ার নাজিম জয়।

তিনি জানান, ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘প্রিয় কমলা’র শুটিং এরই মধ্যে শেষ হয়েছে। এতে অপুর সঙ্গে জুটিবদ্ধ হয়েছেন বাপ্পি চৌধুরী। টানা ১৮ দিন শুটিং শেষে আগামী সপ্তাহ থেকে ‘প্রিয় কমলা’ ছবির ডাবিং শুরু হবে। সেখানে অংশ নেবেন অপু-বাপ্পিসহ অন্যান্য শিল্পীরা।

জয় বলেন, ‘পরিকল্পনা আছে আসছে বিজয় দিবসে ‘প্রিয় কমলা’ ছবিটি মুক্তি দেয়ার। সবকিছু অনুকূলে থাকলে মিস হবে না।’ ‘প্রিয় কমলা’ সিনেমায় থাকছে দুটি গান। একটি রবীন্দ্র সঙ্গীত আর অন্যটি লিখেছেন ফরিদুর রেজা সাগর।

মুক্তিযুদ্ধের গল্পে নির্মিত এ ছবিটিতে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে অপু বিশ্বাসকে। যেখানে তিনি কমলা নামের এক বীরাঙ্গনা চরিত্রে দর্শকের সামনে হাজির হবেন। আর বাপ্পিকে দেখা যাবে তার প্রেমিক চরিত্রে।

এই চলচ্চিত্র ও নিজের চরিত্রটি নিয়ে অপু বলেন, ‘এ ধরনের চরিত্রে এই প্রথমবার কাজ করা হলো। অভিজ্ঞতা খুবই দারুণ। আমি মনে করছি ক্যারিয়ারের অন্যতম একটি কাজ করলাম। তৃপ্তি পেয়েছি। দর্শক ছবিটি উপভোগ করলে আরও শ্রম সফল হবে আমার।’  ‘প্রিয় কমলা’ হতে যাচ্ছে জয়ের পরিচালনায় তৃতীয় ছবি।

এর গল্প সম্পর্কে জয় বলেন, ‘যুদ্ধের সময় একেবারের অজোপাড়াগাঁয়ের নিটল প্রেমের গল্প ‘প্রিয় কমলা’। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ যখন সেই গ্রামে পড়ে তখন সেই প্রেম কীভাবে যুদ্ধে পরিণত হয় সেটিই তুলে ধরা হয়েছে এ ছবিতে। পাশাপাশি সেই ঘটনাকে ২০২০ সালের সঙ্গে লিঙ্ক করিয়ে দেখিয়েছি।’

পরিচালনার পাশাপাশি এর কাহিনী, চিত্রনাট্য ও সংলাপও করেছেন শাহরিয়ার নাজিম জয়। এ ছবিতে আরো অভিনয় করেছেন সোহেল খান, সেহেঙ্গাল বিপ্লব, আজান, মালা প্রমুখ। প্রসঙ্গত, ‘প্রিয় কমলা’ ছাড়াও অপুর হাতে রয়েছে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’, ‘ছায়াবৃক্ষ’ নামের সিনেমাগুলো।

আমারসংবাদ/এআই