Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

প্রধানমন্ত্রীর নির্দেশনা আনসার ও ভিডিপির বাস্তবায়ন

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ১৮, ২০২১, ০৮:২০ পিএম


প্রধানমন্ত্রীর নির্দেশনা আনসার ও ভিডিপির বাস্তবায়ন

বর্তমানে বিশ্বের প্রায় ২২১টি দেশ প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত। এই করোনা ভাইরাসে ইতোমধ্যে প্রায় ২৪ লাখ ৪০ হাজারের অধিক মানুষের প্রাণহানি হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় প্রথম সারিতে বাংলাদেশ করোনার টিকা পায়। এরই ফলে গত ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে সারা দেশে করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচি। গত ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪১তম জাতীয় সমাবেশে প্রধানমন্ত্রী করোনা ভাইরাসের টিকা কার্যক্রমে সাধারণ জনগণকে উদ্বুদ্ধ করতে এ বাহিনীর মহাপরিচালককে নির্দেশনা দেন।

তারই ধারাবাহিকতায় মাঠ পর্যায়ে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি, উদ্বুদ্ধকরণ ও টিকা গ্রহণে উৎসাহিতকরণসহ ‘আমি টিকা নিয়েছি, সুস্থ আছি, আপনিও টিকা নিন, সুস্থ থাকুন’ এই স্লোগানকে শতভাগ বাস্তবতায় রূপদানের জন্য বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক, মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, বিপি, ওএসপি, এনডিসি, পিএসসি এর নেতৃত্বে বাহিনীর সকল পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা নিরলস ও আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। উল্লেখ্য, দেশের সকল জনসাধারণকে করোনার টিকা গ্রহণের মাধ্যমে সুরক্ষিত ও সুস্থ থাকতে উদ্বুদ্ধকরণে বাহিনীর সদর দপ্তর, একাডেমি, রেঞ্জ, ব্যাটালিয়ন, জেলা ও উপজেলা কার্যালয়গুলো এক সাথে জনগণের মাঝে লিফলেট বিতরণ, শোভাযাত্রা ও মাইকিং করাসহ সিভিল প্রশাসনকে এ বিষয়ে সার্বিক সহযোগিতা করে যাচ্ছে।

আমারসংবাদ/জেআই