Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

ধান কেটে ঘরে পৌঁছাবে আ.লীগ

রফিকুল ইসলাম

এপ্রিল ২০, ২০২১, ০৮:১৫ পিএম


ধান কেটে ঘরে পৌঁছাবে আ.লীগ
  • ঐক্যবদ্ধভাবে কৃষকের পাশে থাকতে হবে -আ ফ ম বাহাউদ্দীন নাছিম, যুগ্ম সাধারণ সম্পাদক, আ.লীগ
  • নেত্রীর নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করতে হবে -এস এম কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক, আ.লীগ

ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা! আরও এক সপ্তাহ বৃদ্ধি করা হয়েছে লকডাউন। একদিকে করোনার ভয়, অন্যদিকে শিলাবৃষ্টি ও আগাম বন্যার শঙ্কা। তাই শ্রমিক সংকটের দুশ্চিন্তা মাথায় রেখেই বোরো মওসুমের ধান কাটতে শুরু করেছেন কৃষক। এদিকে করোনায় শ্রমিক সংকটে থাকা ওই কৃষকের পাশে থাকার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। ইতোমধ্যে ক্ষমতাসীন দলটির সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দেয়ার নির্দেশনা দিয়েছেন। দলীয় সভানেত্রীর নির্দেশনার পর আজ বুধবার থেকে কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দেবে বাংলাদেশ কৃষক লীগ। আজ কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় কৃষকের ধান কাটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবে সংগঠনটি। এই কর্মসূচির মধ্য দিয়ে শ্রমিক সংকটে থাকা কৃষকের দোরগোঁড়ায় পৌঁছাবে আওয়ামী লীগ।  

আ.লীগ সূত্রে জানায়, গত বছর মার্চ মাসে করোনার আঘাতের পর অসহায় হয়ে পড়ে দেশের প্রতিটি কৃষক। এদিকে করোনা সংক্রমণ ও মৃত্যুর ভয়, অন্যদিকে সঠিক সময়ে শ্রমিক না পাওয়ায় ক্ষেতেই নষ্ট হয় কৃষকের ধান। এমন অবস্থায় কৃষকের বোরো মওসুমের ধান বাড়ি পৌঁছে দিতে দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কঠোর নির্দেশনা দেন আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নেত্রীর নির্দেশনার পর জীবনে ঝুঁকি নিয়ে সারা দেশেই কৃষকের পাশে দাঁড়ায়ন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, ছাত্রলীগ, মৎস্যজীবী লীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তারা নিজ নিজ উদ্যোগে কৃষকের ধান কেটে বাড়ি বাড়ি পৌঁছে দেন। করোনায় জীবনের ঝুঁকি নিয়ে কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দেয়ায় আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশ ও দেশের বাইরেও প্রশংসা কুড়ায়। তাই গত বছরের মতো এবারো  কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিতে নির্দেশনা দিয়েছেন বঙ্গবন্ধুকন্যা। গত সোমবার দলীয় সভানেত্রীর পক্ষে এই ঘোষণা দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘কৃষকদের ধান কাটার ব্যাপারে নেত্রীর নির্দেশনা রয়েছে। গতবারের মতো এবারো আমাদের সহযোগী সংগঠনগুলো ধান কাটার ব্যাপারে কৃষকদের পাশে দাঁড়াবে। সহযোগিতা করবে, এটাই আমি আশা করছি।’ তিনি আরও বলেন, ‘করোনার দ্বিতীয় তরঙ্গের অভিঘাত শুরু হয়েছে। এ সময় কৃষক লীগের অনেক দায়িত্ব রয়েছে। আমাদের অন্যান্য সহযোগী সংগঠনের দায়িত্ব রয়েছে। গতবার কৃষক লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ অংশ নিয়েছিল। ঠিক এবারো প্রধানমন্ত্রী চাইছেন, আমাদের কৃষক লীগ ধান কাটার মওসুমে কৃষকদের পাশে দাঁড়াবে। ধান কেটে প্রয়োজনে কৃষকদের বাড়ি বাড়ি পৌঁছে দেবে।’

জানা যায়, আওয়ামী লীগের সভানেত্রীর নির্দেশনার পর সারা দেশে কৃষকের বোরো মওসুমের ধান কেটে বাড়ি পৌঁছে দেয়ার কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ কৃষক লীগ। সংগঠনের সভাপতি সমীর চন্দ আজ বুধবার কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা কৃষকের ধান কাটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। এ বিষয়ে বাংলাদেশ কৃষক লীগের সভাপতি সমীর চন্দ আমার সংবাদকে বলেন, ‘গত বছর করোনা শুরুর পর সারা দেশে কৃষকের ধান কেটে দিয়েছেন কৃষক লীগের নেতাকর্মীরা। যেহেতু বর্তমান করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী, তাই গত বছরের মতো এ বছরও প্রতিটি কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দেয়া হবে।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশের প্রতিটি কৃষকের যেকোনো দুর্দিনে কৃষক লীগের প্রতিটি নেতাকর্মী সবসময় পাশে থাকে। আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় এ বছরও কৃষক ধান কেটে দেয়া হবে। এ জন্য আগামীকাল (আজ) আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। শুধু কৃষক লীগ নয়, ইতোমধ্যে ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কৃষকের ধান কেটে দিতে কর্মসূচি গ্রহণ এবং তৃণমূলের নেতাকর্মীদের নির্দেশনা দিতে শুরু করেছেন। জানতে চাইলে সেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল  রঞ্জন গুহ আমার সংবাদকে বলেন, ‘গত বছর নেত্রীর নির্দেশনার পর সেচ্ছাসেবক লীগের প্রতিটি নেতাকর্মী সারা দেশেই কৃষকের ধান কেটে  বাড়ি পৌঁছে দিয়েছেন। গত বছরের ধারাবাহিকতায় এ বছরও কৃষকের ধান কেটে দেয়া হবে। ইতোমধ্যে জেলা উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশনা দেয়া হচ্ছে। শ্রমিক সংকটে থাকা প্রতিটি কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দেয়া হবে।’ 

অভিযোগ সূত্র জানায়, গত বছর বোরো মওসুমে কৃষকদের ধান কাটাকে কেন্দ্র প্রশংসা পাশাপাশি ব্যাপক সমালোচনায় পড়তে হয়েছে আওয়ামী লীগকে। বিশেষ করে দলটি জেলা-উপজেলা পর্যায়ের দায়িত্বশীল নেতা এবং কিছু কিছু এমপি-মন্ত্রীরা ধান কাটার নামে ফটোসেশন ছিলো সমালোচনার কেন্দ্রবিন্দু। কৃষকদের পুঁজি করে দলীয় সভাপতি শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করতেই আওয়ামী লীগের কিছু নেতা-নেত্রী, এমপি-মন্ত্রীরা রাস্তার পাশে গাড়ি থামিয়ে ধান কাটার ফটোসেশনের প্রতিযোগিতা শুরু করেন। এমপি-মন্ত্রীদের ধান কাটা ক্ষেতে বসেই মোবাইলে লাইভ কিংবা ছবি তুলতে গিয়ে নষ্ট করেন কৃষকের কষ্টার্জিত ফসল। কেউ কেউ মিডিয়াপাড়ায় জনপ্রিয়তা দেখাতে গিয়ে অতি উৎসাহিত হয়ে কাঁচা ধান কেটে ফেলেন। যা নিয়ে দেশজুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। তবে গত বছরের মতো এবার এমপি-মন্ত্রী কিংবা স্থানীয় প্রভাবশালী নেতাদের ফটোসেশন দেখতে চান না আওয়ামী লীগের কেন্দ্রীয় শীর্ষ পর্যায়ের নেতারা। তারা বলছেন, সংকটে কৃষকের পাশে থাকার উপযুক্ত সময় এখন। দল-মতের ঊর্ধ্বে বোরো মওসুমের ধান কেটে কৃষকের বাড়ি বাড়ি পৌঁছে দিতে হবে।’ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন আমার সংবাদকে বলেন, ‘কৃষকের পাশে থাকার জন্য আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে নির্দেশনা দিয়েছেন। নেত্রীর প্রতিটি নির্দেশনা দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অক্ষরে অক্ষরে পালন করতে হবে।’

জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম আমার সংবাদকে বলেন, ‘কৃষকের ভালোর জন্য কাজ করতে হবে। শ্রমিক সংকটে থাকা কৃষকের ধান কেটে দিতে হবে। প্রয়োজনে ধান বাড়ি পৌঁছে দিতে হবে। মাড়াই করে দিতে হবে। কিন্তু কৃষকের ক্ষতি হয় এমন কাজ ভুলেও করা যাবে না। এ জন্য আওয়ামী লীগের পক্ষে থেকে কঠোর নির্দেশনা দেয়া হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘করোনার কারণে গত বছর অনেক কৃষক শ্রমিক সংকটে ছিলো। এমন অবস্থায় কৃষকের পাশে দাঁড়াতে আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছিলেন। নেত্রীর নির্দেশনার পর দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কৃষকের পাশে ছিলেন। গত বছরের ওই ধারাবাহিকতা এবারো থাকবে। শুধু কৃষকের পাশে নয়, যেকোনো সংকটে সকল শ্রেণিপেশার মানুষের পাশে থাকতে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রস্তুত আছে বলেও জানান আওয়ামী লীগের এই নেতা।

আমারসংবাদ/জেআই