Amar Sangbad
ঢাকা বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪,

১৮ লাখ টন চাল ধান কিনবে সরকার

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ২৬, ২০২১, ০৭:১০ পিএম


১৮ লাখ টন চাল ধান কিনবে সরকার

চলতি বোরো মৌসুমে ছয় লাখ ৫০ হাজার টন ধান, আতপ ও সেদ্ধ মিলিয়ে ১১ লাখ ৫০ হাজার টন চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ১০ লাখ টন সেদ্ধ চাল কেনা হবে ৪০ টাকা কেজি দরে। আর প্রতি কেজি ৩৯ টাকা দরে কেনা হবে এক লাখ ৫০ হাজার টন আতপ চাল। ধান কিনতে সরকার নির্ধারণ করেছে কেজিপ্রতি ২৭ টাকা। ২৮ এপ্রিল থেকে বোরো ধান কেনা শুরু করবে সরকার। আর চাল কেনা শুরু হবে ৭ মে থেকে। এ বছরের ৩১ আগস্ট পর্যন্ত চলবে ধান ও চাল সংগ্রহের কাজ।

গতকাল সোমবার অনলাইন সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

গত বোরো মৌসুমে ছয় লাখ টন ধান ও ১১ লাখ টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল সরকার। বৃহস্পতিবার ভার্চুয়ালি অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সভাপতিত্বে সভায় আরও যুক্ত ছিলেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম, ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান, খাদ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, খাদ্য অধিদপ্তর এবং খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিটের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

আমারসংবাদ/জেআই