Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

এবার ন্যাশনাল ব্যাংক থেকে বিকাশে টাকা আসবে মুহূর্তেই

অর্থনৈতিক প্রতিবেদক

এপ্রিল ২৯, ২০২১, ০৮:১৫ পিএম


এবার ন্যাশনাল ব্যাংক থেকে বিকাশে টাকা আসবে মুহূর্তেই

বেসরকারি খাতে দেশের প্রথম প্রজন্মের ব্যাংক, ন্যাশনাল ব্যাংকের প্রায় ২২ লাখ গ্রাহক এখন বিকাশে যেকোনো সময় দেশের যেকোনো প্রান্ত থেকে তাৎক্ষণিক টাকা আনতে পারবেন কোনো খরচ ছাড়াই। এই নিয়ে দেশের শীর্ষস্থানীয় ২৭টি বাণিজ্যিক ব্যাংক থেকে বিকাশে টাকা আনার সবচেয়ে বড় প্ল্যাটফর্মটি আরও সমৃদ্ধ হলো।

সম্প্রতি ন্যাশনাল ব্যাংক এবং দেশের সবচেয়ে বড় মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ যৌথভাবে এই সেবা চালু করে। বিকাশে টাকা আনতে প্রথমে ন্যাশনাল ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিংয়ে নিবন্ধিত গ্রাহককে নিজের অথবা প্রিয়জনের বিকাশ নম্বর বেনিফিশিয়ারি হিসেবে যুক্ত করতে হবে ইন্টারনেট ব্যাংকিং অথবা এনবিএল আইপাওয়ার অ্যাপের মাধ্যমে।

এনবিএল আইপাওয়ার অ্যাপ দিয়ে ইন্টারনেট ব্যাংকিংয়ে লগ ইন করে গ্রাহক কয়েকটি সুনির্দিষ্ট ধাপে বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন সহজেই।

আমারসংবাদ/জেআই