Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

দেশে সিনিয়র সিটিজেনের স্বীকৃতি নেই -সমাজকল্যাণ মন্ত্রী

সংসদ প্রতিবেদক

জুন ২, ২০২১, ০৬:০০ পিএম


দেশে সিনিয়র সিটিজেনের স্বীকৃতি নেই -সমাজকল্যাণ মন্ত্রী

দেশে সিনিয়র সিটিজেনের কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি নেই বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ। গতকাল বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর চলাকালে ওই মন্তব্য করেন তিনি।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিল উত্থাপিত হয়। সরকারি দলের এমপি আবদুল লতিফ প্রশ্ন রাখেন, ‘প্রবীণদের সিনিয়র সিটিজেন হিসেবে স্বীকৃতি দেয়ার কথা অনেক আগে থেকেই শুনেছি। এটি কবে নাগাদ বাস্তবায়ন করা হবে।’

সে প্রশ্নের উত্তরে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেন, ‘রাষ্ট্রপতি ২০১৪ সালের ২৭ নভেম্বর রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে সমাজের সকল প্রবীণদের দেশের সিনিয়র সিটিজেন হিসেবে ঘোষণা করেন। তবে এ সংক্রান্ত কোনো অফিস আদেশ বা প্রজ্ঞাপন অদ্যাবধি পাওয়া যায়নি।’

আমারসংবাদ/জেআই