Amar Sangbad
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪,

রেকর্ড গড়েছে সাব-রেজিস্ট্রি অফিস

জুন ৪, ২০২১, ০৮:০০ পিএম


রেকর্ড গড়েছে সাব-রেজিস্ট্রি অফিস
  • দুই মাসে দেড় হাজার কোটি টাকা রাজস্ব আদায়!
  • অনলাইনে ১৭টি সাব-রেজিস্ট্রি অফিসে ভূমি নিবন্ধন চলতি মাসে
  • অনিয়ম রুখতে আধুনিকায়নে নানা উদ্যোগ

দেশের সাব-রেজিস্ট্রি অফিসগুলোর বিরুদ্ধে অভিযোগ বেশ পুরনো। ঘুষ লেনদেন, দালালের দৌরাত্ম্য, জমির শ্রেণি পরিবর্তনের নামে রাজস্ব ফাঁকি। রেজিস্ট্রেশনের নামে অবৈধভাবে বিভিন্ন ফি আদায়সহ রয়েছে অজস্র অভিযোগ। যারা সাব-রেজিস্ট্রি অফিসে গিয়ে হয়রানির শিকার হন— এসব অভিযোগ সেসব সাধারণ মানুষের। প্রতি বছর গণশুনানিতে সাব-রেজিস্ট্রারদের পেয়ে সাধারণ মানুষও তাদের ক্ষোভ প্রকাশ করেন। তোপের মুখে পড়েন রাজধানীর কয়েকটি সাব-রেজিস্ট্রি অফিসের কর্মকর্তা। তবে সকল অভিযোগ ছাড়িয়ে এবার রাজস্ব আদায়ে রেকর্ড সৃষ্টি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন থাকা নিবন্ধন অধিদপ্তরের সাব-রেজিস্ট্রি অফিসগুলো। এদিকে সাব-রেজিস্ট্রি অফিসগুলোর অনিয়ম রুখতে আধুনিকায়ন করতে নানা উদ্যোগ গ্রহণ করেছে সরকার। সেই ধারাবাহিকতায় পরীক্ষামূলকভাবে প্রথমবারের মতো অনলাইনে ১৭টি সাব-রেজিস্ট্রি অফিসে ভূমি নিবন্ধন কার্যক্রম শুরু করতে যাচ্ছে সরকার।

চলতি মাসেই নিবন্ধন অধিদপ্তরের অধীন এসব সাব-রেজিস্ট্রি অফিসে কাগজের ভলিউমে দলিল রেজিস্ট্রির পরিবর্তে অনলাইনে দলিল রেজিস্ট্রি ও রেকর্ড সংরক্ষণের এ কার্যক্রম শুরু হবে। এ কার্যক্রম সফল হলে আগামী অর্থবছরে (২০২১-২২) দেশের ৬৪ জেলা ও উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসকে এ কার্যক্রমের আওতায় আনা হবে। এ জন্য চলতি অর্থবছরের জাতীয় বাজেটে আইন মন্ত্রণালয় থেকে বিশেষ থোক বরাদ্দ রাখা হয়েছে। জানা গছে, গত মার্চ ও এপ্রিল মাসে এক হাজার ৩৫৪ কোটি ৪৪ লাখ ৫৯ হাজার ৯৭১ টাকা রাজস্ব আদায় করেছে সাব-রেজিস্ট্রি অফিসগুলো। এর মধ্যে কেবল মার্চ মাসে রাজস্ব আদায় করেছে ৯৫০ কোটি ৯৭ লাখ ৯৩ হাজার ২৭৫ টাকা। এপ্রিল মাসে রাজস্ব আদায় হয়েছে ৪০৩ কোটি ৪৬ লাখ ৬৬ হাজার ৬৯৬ টাকা। চলতি বছরের মার্চ ও এপ্রিল মাসে ওই রাজস্ব আদায়ে দলিল সম্পাদন হয়েছে  চার লাখ ৭৯ হাজার ৩৪০টি। এর মধ্যে মার্চ মাসে তিন লাখ ৫১ হাজার ৩১৫টি এবং এপ্রিল মাসে এক লাখ ২৮ হাজার ২৫টি দলিল সম্পাদন হয়েছে। মার্চে সর্বোচ্চ রাজস্ব আদায়কারী জেলাসমূহ হচ্ছে— ঢাকা জেলা ২১৯ কোটি ৬৮ লাখ ২৬ হাজার ৬৭১ টাকা, চট্টগ্রাম জেলা ৬৯ কোটি ১৪ লাখ ৪৪ হাজার ১৮৮ টাকা, গাজীপুর জেলা ৬৪ কোটি ৬৬ লাখ ৮৯ হাজার ৫১৭ টাকা, নারায়ণগঞ্জ জেলা ৫৭ কোটি ৫১ লাখ ৩৫ হাজার ৯০১ টাকা। এপ্রিল মাসে সর্বোচ্চ রাজস্ব আদায়কারী জেলাসমূহ হচ্ছে— যথাক্রমে ঢাকা জেলা ৯৯ কোটি ৪৬ লাখ ৬১ হাজার ৪৪৬ টাকা, চট্টগ্রাম জেলা ৪৩ কোটি ২৩ লাখ ৪ হাজার ৬১৭ টাকা, গাজীপুর জেলা ২৭ কোটি ৯১ লাখ দুই হাজার ৭৫১ টাকা টাকা, নারায়ণগঞ্জ জেলা ২৫ কোটি ১০ লাখ ৮৭৩  টাকা। 

এ বিষয়ে জানতে চাওয়া হলে ঢাকা জেলা রেজিস্ট্রার সাবিকুন নাহার বলেন, ‘কোভিড-১৯ অতিমারির মধ্যেও নিবন্ধন অধিদপ্তরের অধীন কর্মকর্তা-কর্মচারীরা জীবনের ঝুঁকি নিয়ে তাদের ওপর অর্পিত রাষ্ট্রীয় দায়িত্ব সূচারূপে সম্পন্ন করে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে বেগবান রেখেছেন। এটা নজিরবিহীন। তাই আমি দেশের সকল সাব-রেজিস্ট্রারদের ধন্যবাদ জানাচ্ছি।’

আমারসংবাদ/জেআই