Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

উপনির্বাচনে ফরম নিলেন ৪০ প্রার্থী

নিজস্ব প্রতিবেদক

জুন ৫, ২০২১, ০৬:৩৫ পিএম


উপনির্বাচনে ফরম নিলেন ৪০ প্রার্থী

শূন্য হওয়া তিন আসনের উপনির্বাচনের জন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রির দ্বিতীয় দিনেও ১৯ জন প্রার্থী সংগ্রহ করেছেন। এর আগে গত শুক্রবার প্রথম দিনে ২১ জন প্রার্থী ফরম কিনেছিলেন। ঢাকা-১৪ আসনে ১১, কুমিল্লা-৫ আসনে ২০ ও সিলেট-৩ আসনে ৯ জন মিলে দুই দিনেই ৪০ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

ঢাকা-১৪ আসনের জন্য গতকাল বিকাল পর্যন্ত ১১ জন প্রার্থী আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তারা হলেন— ঢাকা  মহানগর আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা পরিষদের সদস্য শাহজাহান দেওয়ান, বৃহত্তর মিরপুর থানা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. লুৎফর রহমান, স্বেচ্ছাসেবক লীগের খন্দকার শফিউল আজম, মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিরিন রুখসানা ও মিনা মালেক। গত শুক্রবার মনোনফন ফরম সংগ্রহ করেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, দারুস সালাম থানা আওয়ামী লীগের সভাপতি এ বি এম মাজহারুল আনাম, দারুস সালাম থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ফরিদুল হক হ্যাপী, শাহ আলী থানা আওয়ামী লীগের সভাপতি আগা খান মিন্টু ও ফুওয়াং ফুডসের ব্যবস্থাপনা পরিচালক সিআইপি ড. আরিফ আহমেদ চৌধুরী প্রমুখ।

কুমিল্লা-৫ আসনের জন্য গতকাল বিকাল পর্যন্ত ২০ জন প্রার্থী আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। গতকাল যারা মনোনয়ন ফরম ক্রয় করেন— ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দিদার মো. নিজামুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সদস্য জাহেদুল আলম, পেশাজীবী সমন্বয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী চৌধুরী মানিক, ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক শাহিদা বেগম, বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসেম খান, সাবেক ছাত্রলীগ নেতা মো. জাহাঙ্গীর আলম সরকার, আ.লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটির সদস্য মো. শাহজালাল, আ.লীগের তথ্য ও গবেষণাবিষয়ক উপ-কমিটির সদস্য আনিসুর রহমান, বুড়িচং উপজেলা আ.লীগের সদস্য এম এ মতিন এমবিএ, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. আল আমিন, ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের সদস্য এম এ জাহের। গত শুক্রবার মনোনয়ন কিনেছিলেন প্রয়াত অ্যাডভোকেট আব্দুল মতিন খসরুর স্ত্রী সেলিমা সোবহান খসরু, ভাই অ্যাডভোকেট আব্দুল মমিন ফেরদৌস, কুমিল্লা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন স্বপন, সোনার বাংলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ, সেক্টর কমান্ডার ফোরাম মুক্তিযুদ্ধ-৭১ ঢাকা বিভাগের আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার সোহরাব খান চৌধুরী, হেলেনা জাহাঙ্গীর ও ড. এস এম জাহাঙ্গীর প্রমুখ।

সিলেট-৩ আসনের জন্য গতকাল বিকাল পর্যন্ত ৯ জন প্রার্থী আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তারা হলেন— সিলেট এমসি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি সেলিম আহমদ, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন, সদ্য প্রয়াত সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরীর স্ত্রী ফারজানা চৌধুরী, জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান ও আব্দুল শহিদ কাজল দলীয় মনোয়ন ফরম সংগ্রহ করেছেন। এর আগে গত বুধবার বিকালে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মনোনয়ন ফরম বিক্রির তথ্যটি জানানো হয়। সেখানে বলা হয়, আওয়ামী লীগ জাতীয় সংসদের ১৮৭ ঢাকা-১৪, ২৩১ সিলেট-৩ ও ২৫৩ কুমিল্লা-৫ আসনের আসন্ন উপ-নির্বাচনের জন্য ৪ জুন থেকে ১০ জুন সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম বিতরণ করবে।

আমারসংবাদ/জেআই