Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

আসছে সাংগঠনিক কর্মসূচি

রফিকুল ইসলাম

জুন ১০, ২০২১, ০৬:১৫ পিএম


আসছে সাংগঠনিক কর্মসূচি
  • মনোনয়ন বোর্ডের সভা কাল
  • সীমিত পরিসরে দল গোছানোর কাজ শুরু করতে চান কেন্দ্রীয় নেতারা
  • সাংগঠনিক কার্যক্রমে ফিরতে বঙ্গবন্ধুকন্যার নির্দেশনার অপেক্ষা
  • মনোনয়নের পাশাপাশি দলের সার্বিক বিষয়ে আলোচনা হবে —কাজী জাফর উল্লাহ, সভাপতিমণ্ডলীর সদস্য, আওয়ামী লীগ
  • বিগত দিনের মতোই পরামর্শ ও দিকনির্দেশনা দেবেন বঙ্গবন্ধুকন্যা —লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, সভাপতিমণ্ডলীর সদস্য, আ.লীগ

করোনা অজুুহাতে দীর্ঘদিন ধরেই নেই আওয়ামী লীগের দলীয় সভা-সমাবেশ ও মিছিল-মিটিং। নেই বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতাদের সাংগঠনিক সফর। করোনার কারণে সবকিছু বন্ধ। করোনায় বন্ধ থাকা ওই সকল সাংগঠনিক কার্যক্রম সীমিত পরিসরে শুরু করতে চান দলটির কেন্দ্রীয় সিনিয়র নেতারা। তাদের মতে— আরও দীর্ঘস্থায়ী হতে পারে করোনা। ফলে সাংগঠনিক কার্যক্রম বন্ধ রাখা ঠিক হবে না। সীমিত পরিসরে দল গোছানোর মাধ্যমে তৃণমূলকে আরও শক্তিশালী করা প্রয়োজন। জাতীয় সংসদে শূন্য হওয়া তিনটি আসনে উপনির্বাচনকে কেন্দ্র করে আগামীকাল শনিবার অনুষ্ঠিত হতে পারে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা। ওই বোর্ডসভায় নৌকার মনোনয়ন নিশ্চিত করার পাশাপাশি মেয়াদোত্তীর্ণ জেলা-উপজেলা সম্মেলনসহ সাংগঠনিক সকল কার্যক্রম নিয়ে নতুন বার্তা দিতে পারেন বঙ্গবন্ধুকন্যা।

সূত্র জানায়, আওয়ামী লীগের বর্তমান কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হবে আগামী বছরের ডিসেম্বরে। কেন্দ্রীয় সম্মেলনের আগেই জেলা, মহানগর, উপজেলাসহ মেয়াদোত্তীর্ণ সকল ইউনিটের সম্মেলন শেষ করতে চান দলটির কেন্দ্রীয় সিনিয়র নেতারা। মূলত সম্মেলনের মধ্য দিয়ে নতুন নেতৃত্ব তুলে আনার পাশাপাশি দলে অনুপ্রবেশকারী, হাইব্রিড, সুযোগ-সন্ধানী, চাঁদাবাজ, দুর্নীতিবাজ মুক্ত করবেন তারা। একই সাথে দলের অভ্যন্তরে সৃষ্ট ভাই লীগ, এমপি লীগ ও বলয়-ভিত্তিক রাজনীতি ভেঙে দিয়ে শক্তিশালী তৃণমূল গঠনে দলের ত্যাগী, পরিশ্রমী, মেধাবী ও দুর্দিনের আন্দোলন সংগ্রামে সক্রিয় নেতাদের মূল্যায়ন করতে চান। তাই করোনার মধ্যেই সীমিত পরিসরে দলকে ঢেলে সাজানোর উদ্যোগ নিচ্ছেন দলের নীতিনির্ধারকরা। এ জন্য দায়িত্বপ্রাপ্ত নেতারা কাজ শুরু করেছেন। কেউ কেউ জেলা ও উপজেলার শীর্ষ নেতা, দলীয় এমপিদের ডেকে ঢাকায় এনে বৈঠক করে কর্মপরিকল্পনা করছেন। মূলত দলের ৭৮টি সাংগঠনিক জেলার মধ্যে ৩০ জেলার সম্মেলন হয়েছে। বাকি ৪৮ জেলায় মেয়াদোত্তীর্ণ। মেয়াদোত্তীর্ণ উপজেলার সংখ্যা আরও বেশি। কোথাও জেলা-উপজেলার সম্মেলন হলেও ঘোষণা হয়নি পূর্ণাঙ্গ কমিটি। তাই কেন্দ্রীয় সম্মেলনের আগেই এসব মেয়াদোত্তীর্ণ জেলার সম্মেলন শেষ করতে চায় ক্ষমতাসীন দলটি। এর আগে বৈশ্বিক মহামারি করোনার কারণে সাংগঠনিক কার্যক্রম স্থগিত করে আওয়ামী লীগ। ফলে দল গোছানোর কাজ আরও পিছিয়ে যায়। সেই কাজ পুরোপুরি শুরু করতে পারেনি ক্ষমতাসীনরা। বর্তমানে করোনার কারণে পুরোদমে না হলেও সীমিত পরিসরে জেলা-উপজেলা সম্মেলন এবং সভা-সমাবেশ, কেন্দ্রে জমা পড়া অভিযোগগুলোও যাচাই-বাছাই ও নতুন সদস্য সংগ্রহের কাজ শুরু করার কথা ভাবা হচ্ছে। যদিও করোনার দ্বিতীয় ঢেউয়ের গতি-প্রকৃতি কী হয় তা নিয়ে এখনো উদ্বেগ আছে। আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা মনে করছেন, করোনা যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে সাংগঠনিক কর্মকাণ্ড বন্ধ রাখা ঠিক হবে না। এ কারণে সীমিত পরিসরে হলেও দল গোছানোর কাজ চালিয়ে যেতে হবে। এ বিষয়ে দলটির অভ্যন্তরে প্রাথমিক আলাপ-আলোচনাও হয়েছে। দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা পেলেই মাঠে নামবেন দায়িত্বপ্রাপ্ত নেতারা।

সাম্প্রতিক সময়ে এক অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘জেলা-উপজেলার মেয়াদোত্তীর্ণ কমিটিগুলোর সম্মেলন শিগগিরই শুরু হবে। যেসব সাংগঠনিক শাখার সম্মেলন হয়েছে, নিয়মিত কমিটি রয়েছে— সেগুলোতে সদস্য সংগ্রহ বই দেয়া শুরু করবো। কারণ, করোনা কবে শেষ হবে, কেউ জানে না। আমাদেরকে এর সঙ্গে বসবাস করতে হবে। এর মধ্যে বাঁচতে শিখতে হবে। আবার সংগঠনও চালিয়ে যেতে হবে। দলের সাধারণ সম্পাদকের এমন বক্তব্যের পর সভানেত্রীর নির্দেশনার অপেক্ষায় রয়েছেন দায়িত্বপ্রাপ্ত। দলীয় সূত্র জানায়, দীর্ঘদিন পর আগামীকাল শনিবার দলের শীর্ষ নেতাদের সাথে বোর্ডসভায় বসবেন আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মূলত শূন্য হওয়া ঢাকা-১৪, সিলেট-৩ ও কুমিল্লা-৫ সংসদীয় আসনের উপনির্বাচনে নৌকার প্রার্থী নির্ধারণ করতে দলের শীর্ষ নেতাদের সাথে মনোনয়ন বোর্ডসভায় বসবেন তিনি।  বোর্ডসভার বিষয়টি আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান নিশ্চিত করেছেন। এ সভা থেকে শূন্য তিন আসনে নৌকার প্রার্থী নির্ধারণের পাশাপাশি স্থগিত থাকা দলের সাংগঠনিক কার্যক্রম নিয়ে দিকনির্দেশনা দিতে পারেন বঙ্গবন্ধুকন্যা। মূলত বৈশ্বিক মহামারি করোনার সংক্রমণ রোধে দীর্ঘদিন দলের কার্যনির্বাহী সংসদের বৈঠক না হওয়ায় এ সভা থেকেই দলীয় নির্দেশনা দিতে পারেন বলে একাধিক সূত্র আমার সংবাদকে নিশ্চিত করছে।  

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ আমার সংবাদকে বলেন, ‘বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতির কারণে অনেক দিন আমাদের কার্যনির্বাহী সংসদের বৈঠক হয়নি। দীর্ঘদিন পর আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের মনোনয়ন বোর্ডসভা অনুষ্ঠিত হবে। সেখানে শূন্য হওয়া তিনটি আসনের মনোনয়ন নিশ্চিত করার পাশাপাশি দলের সার্বিক বিষয় নিয়ে আলোচনা হবে।’ তিনি আরও বলেন, ‘সবার আগের দেশের মানুষ। তাই করোনা পরিস্থিতি বিবেচনায় রেখেই বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং দলীয় নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেবেন।’ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান আমার সংবাদকে বলেন, ‘জাতীয় কিংবা স্থানীয় সরকারের মনোনয়ন বোর্ডসভায় দল ও দলের সার্বিক কার্যক্রমের বিষয় নিয়ে আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিগত দিনে কথা বলেছেন, নির্দেশনা দিয়েছেন, পরামর্শ দিয়েছেন। বিগত দিনের মতোই এবার মনোনয়ন বোর্ডসভায় দল ও দলের নেতাকর্মীদের নিয়ে কথা বলবেন, নির্দেশনা দেবেন, পরামর্শ দেবেন। এটাই স্বাভাবিক বিষয়।’  

আমারসংবাদ/জেআই