Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

‘নতুন ধারার কাজই খুঁজে ফিরি’

জুলাই ৩, ২০২১, ০৭:১০ পিএম


‘নতুন ধারার কাজই খুঁজে ফিরি’
  • নিজের রান্না করা খাবার প্রিয়জনদের খাওয়ানোটা খুবই উপভোগ করেন টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী নাগ। অভিনয়ের বাইরে এখন পুরোদস্তুর গৃহিণী তিনি। পরিবারকে সময় দেয়ার পর যেটুকু সময় পান, তা-ই নাটকের কাজে ব্যয় করেন এই তারকা। সাক্ষাৎকার নিয়েছেন রকিব হোসেন

টিভি নাটকের ব্যস্ততা আগের চেয়ে একটু কমিয়ে দিয়েছেন আপনি। মনে হচ্ছে সংসারেই বেশি মনোযোগ দিয়েছেন, তাই না?

এখন কাজ একটু কমিয়ে দিয়েছি বা কম করা হচ্ছে এ কারণে যে, আমি সবার আগে প্রায়োরিটি দেই আমার স্বামী, সন্তান ও সংসার। আমি যদি ক্যারিয়ারের প্রথম দিকের মতো অভিনয়ে সময় দেই তাহলে আমার স্বামী ও সন্তান আমাকে মিস করবে। ওদের প্রতি যথাযথ দায়িত্ব পালন করা হবে না। আমি সেটা পারবো না। আমার সংসার আমার কাছে অনেক ভালোলাগা ও ভালোবাসার জায়গা।

মাঝে অনেকদিন আপনি কোনো কাজ করেননি। বিরতির পর কাজ করতে এসে কোনো পরিবর্তন দেখছেন?

পরিবর্তন তো হয়েছেই। নতুন করে আবার শুটিং করতে এসে দেখলাম কিছু কিছু নাটকের শুটিংয়ের আগে কোনো পরিকল্পনা ছিল না। অগোছালো কাজ করছেন কেউ কেউ। স্পটের কাউকেই তেমন করে চিনি না। নতুনদের অনেককেই আবার দেখলাম বেশ গুছিয়ে কাজ করে।

প্রায় দেড়যুগ ধরে টিভি নাটকে অভিনয় করছেন। এই সময়ে এসে নিজের অভিনয় নিয়ে কী ভাবছেন?   

আসলে আমি আমার ক্যারিয়ারের শুরু থেকেই চেষ্টা করেছিলাম ভিন্ন চরিত্রে কাজ করতে। কিন্তু চাইলেই তো সবসময় ভিন্ন চরিত্রে কাজ করা যায় না। কারণ ভিন্ন কাজগুলো আমাদের অভিনয়শিল্পীদের সবার মধ্যেই ভাগ হয়ে যায়। তবে এই সময়ে এসে আগের মতো আর গাছের নিচে বসে প্রেমের সংলাপ আওড়ানোর মতো চরিত্রে কাজ করতে চাই না। এখন ভিন্ন ভিন্ন চরিত্রগুলোকেই বেছে নিচ্ছি। নতুন ধারার কাজই খুঁজে ফিরি। এরই মধ্যে বেশকিছু কাজ করেছি। যেগুলোতে নতুন করে দর্শকরা আমাকে আবিষ্কার করবেন। সত্যি বলতে কী, ক্যারিয়ারের এই সময়ে আমিও চাই না আমার অভিনীত চরিত্রগুলোর রিপিটেশন হোক। দর্শকরা আমার কাছ থেকে যেনো নতুন কিছু পায়, সেই চেষ্টাই আমি করছি।

টিভি নাটকের বাইরে একাধিক চলচ্চিত্রেও অভিনয় করেছেন আপনি। এই ধারার কাজ নিয়ে আপনার অভিমত কেমন?

চলচ্চিত্র নিয়ে আমি কখনোই সেভাবে ভাবিনি। আমি একজন অভিনয়শিল্পী আমার কাছে বড়পর্দার কাজের প্রস্তাব আসার পর আমার মনে হয়েছে যে, এখানে আমার কিছু করার আছে—আমি সেই কাজগুলোই করেছি। তবে গতানুগতিক নাচে-গানে ভরপুর ছবিতে কাজ করার ইচ্ছে আমার কোনো কালেই ছিল না। এখনো নেই। কিন্তু যেহেতু আমি একজন অভিনেত্রী, অভিনয়ের ভালো সুযোগ রয়েছে, এমন যে কোনো জায়গাতেই আমি কাজ করতে চাই, হোক সেটা বড়পর্দা কিংবা ছোটপর্দা।

শুনেছি আপনি প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। তো ইউটিউবের ভিউটাকে কীভাবে দেখছেন?

এটাকে আমি ইতিবাচকভাবেই দেখি। বরাবরই আমি নতুনত্বের পক্ষে। সময়ের সঙ্গে তাল মিলিয়েই আমাদের চলতে হবে। আমি আধুনিক যুগের সঙ্গে সংশ্লিষ্ট ইতিবাচক যেসব বিষয় রয়েছে, সেটাকে স্বাগত জানাই। ইউটিউবও একটা মাধ্যম। এখন তো এই মাধ্যমে প্রচার করার জন্যই নাটক, ওয়েব সিরিজ নির্মিত হচ্ছে। গানের ক্ষেত্রে অ্যালবাম তো এখন কেউ কিনছে না বা অ্যালবাম করাও হয় না। ইউটিউবেই এই সময়ে গান বা মিউজিক ভিডিও রিলিজ করা হচ্ছে।

আমারসংবাদ/জেআই