Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

সাহসী নেতৃত্বে এসেছে গণতন্ত্র

রফিকুল ইসলাম

জুলাই ১৫, ২০২১, ০৬:৪০ পিএম


সাহসী নেতৃত্বে এসেছে গণতন্ত্র
  • বঙ্গবন্ধুকন্যার গ্রেপ্তারের বিরুদ্ধে    জনস্রোত সৃষ্টি হয়েছিল -কাজী জাফর উল্লাহ, প্রেসিডিয়াম সদস্য, আ.লীগ
  • শেখ হাসিনা বারবার ষড়যন্ত্রের শিকার হয়েছেন -লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান প্রেসিডিয়াম সদস্য, আওয়ামী লীগ
  • আদালতের চৌকাঠে শেখ হাসিনা ছিলেন সাহসী ও দৃঢ়চেতা -আব্দুর রহমান, প্রেসিডিয়াম সদস্য, আওয়ামী লীগ

শত সংকট আর সম্ভাবনায় শেখ হাসিনাই বাংলার মানুষের আস্থা ও বিশ্বাসের শেষ ঠিকানা। জেল-জুলুম, নির্যাতন ও মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও দেশের গণতন্ত্র রক্ষায় বারবার ঢাল হিসেবে দাঁড়িয়েছেন তিনি। বঙ্গবন্ধুকন্যার দেশপ্রেম ও সাহসী নেতৃত্বে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বাংলাদেশ। উন্নয়ন-অগ্রযাত্রার পাশাপাশি সন্ত্রাস, জঙ্গি, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত হয়েছে বাংলাদেশ। দৃশ্যমান হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা। আজ বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার কারাবন্দি দিবস উপলক্ষে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা এমনটাই দাবি করছেন। তারা বলছেন— অন্যায়, অবিচার, জুলুম, নির্বাতন ও দুর্নীতির বিরুদ্ধে বাবার মতোই আপসহীন শেখ হাসিনা। বারবার মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে তার কঠোর পরিশ্রম ও ত্যাগে সুফল আজকের উন্নয়শীল বাংলাদেশ।

আ.লীগ নেতাদের দাবি— আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সততা, যোগ্যতা, দক্ষতা, মেধা, পরিশ্রম, দেশপ্রেম, দূরদর্শী  ও সাহসী নেতৃত্ব এবং তার সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়নে সন্ত্রাসমুক্ত, জঙ্গিমুক্ত, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত ও দখলবাজমুক্ত হয়েছে বাংলাদেশ। বিএনপি-জামায়াত জোটসহ এরশাদ মার্কা সরকারের সন্ত্রাস, দুর্নীতি, ধর্ষণ, লুটপাট, গ্রেনেড, বুলেট, বোমায় ও অগ্নিসন্ত্রাসের অপরাজনীতির বিরুদ্ধে লড়াই সংগ্রামের মধ্যদিয়ে মন্দা অর্থনীতি থেকে মুক্তির পাশাপাশি ক্ষুধামুক্ত ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড় করিয়েছেন বঙ্গবন্ধুকন্যা। তারা বলছেন, নবম, দশম এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় অর্জনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনারবাংলা গড়তে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শত সংকট আর সম্ভাবনায় শেখ হাসিনাই বাংলার মানুষের আস্থা ও বিশ্বাসের শেষ ঠিকানা। যখনই এ দেশের গণতন্ত্র হুমকির মুখে পড়েছে তখনই গণতন্ত্র রক্ষায় ঢাল হয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন বঙ্গবন্ধুকন্যা। জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার ভিত্তিতে দেশ পরিচালনার মাধ্যমে মুক্তিকামী প্রতিষ্ঠা করেছেন মানুষের মৌলিক অধিকার। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন, সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত এবং অসামপ্রদায়িক সুখি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বিকল্প শুধুই শেখ হাসিনা। তার মানবিক নেতৃত্ব আজ বিশ্বব্যাপী প্রশংসিত বাংলাদেশ।

আদালতের চৌকাঠে শেখ হাসিনা ছিলেন সাহসী ও দৃঢ়চেতা উল্লেখ্য করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান  আমার সংবাদকে বলেন, ‘সেদিন বঙ্গবন্ধুকন্যাকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করে যৌথবাহিনী। তিনি যখন কারাগারে, তখন এ দেশের আপামর জনগণ তার অনুপস্থিতি গভীরভাবে উপলব্ধি করেছে। ওয়ান-ইলেভেনের সরকারের সময় ঢাকা শহরের ২৫ লাখ মানুষ জননেত্রী শেখ হাসিনার মুক্তি দাবিতে গণস্বাক্ষর দিয়েছে। অবশেষে আইনি মোকাবিলার মাধ্যমে ২০০৮ সালের ১১ জুন শেখ হাসিনা কারাগার থেকে মুক্তি পান।’

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান আমার সংবাদকে বলেন, ‘দেশ ও দেশের মানুষের স্বার্থে গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বারবার কারাবরণ করেছেন, নির্যাতনের শিকার হয়েছেন, মৃত্যুর মুখোমুখি হয়েছেন। কিন্তু তিনি কখনো পিছপা হননি। তার শততা, যোগ্যতা, দক্ষতা, মেধা, পরিশ্রম, দেশপ্রেম, দূরদর্শী  ও সাহসী নেতৃত্ব এবং তার সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়নে সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতি, চাঁদাবাজ, দখলবাজমুক্ত হয়েছে বাংলাদেশ। নিশ্চিত হয়েছে মানুষের সকল গণতান্ত্রিক অধিকার।’ তিনি আরও বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে গিয়ে জননেত্রী শেখ হাসিনাকে বারবার ষড়যন্ত্রের শিকার হতে হয়েছে। তার সাহসী নেতৃত্বে আজ বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে।’

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ আমার সংবাদকে বলেন, ‘শেখ হাসিনার কারাবন্দি দিনটি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনে হয়রানি ও ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে অন্যায়ভাবে বঙ্গবন্ধুকন্যাকে গ্রেপ্তার করে  ওয়ান-ইলেভেনের তত্ত্বাবধায়ক সরকার। শেখ হাসিনাকে গ্রেপ্তারের প্রতিবাদে সারা দেশে জনস্রোত সৃষ্টি হয়েছিলেন। তার মুক্তির দাবিতে রাস্তায় নেমেছিল সাধারণ মানুষ।’ তিনি আরও বলেন, ‘পিতার স্বপ্ন পূরণ করতে শেখ হাসিনা অন্যায়, অবিচার, জুলুম, নির্বাতন ও দুর্নীতির বিরুদ্ধে ছিলেন আপসহীন। তিনি অন্যায় কাছে কখনো মাথানত করেননি। তার কঠোর পরিশ্রম ও ত্যাগেই আজকের উন্নয়শীল বাংলাদেশ।’

আমারসংবাদ/জেআই